Swara Bhaskar: আবিরে রাঙা স্ত্রী-ছেলেকে নিয়ে পোজ, মুসলিম বলেই বেরঙিন ফাহাদ? কটাক্ষ শুনেই স্বামীর পাশে স্বরা

Swara Bhaskar Reacts On Troll: হোলির উৎসবে আবিরে রাঙা স্বরা ভাস্কর ও তাঁর রাজকন্য়া। কিন্তু, ফাহাদের শরীর সম্পূর্ণ রঙহীন। ধর্মের খোঁচা মেরে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের প্রশ্ন শুনে কী বললেন অভিনেত্রী?

Swara Bhaskar Reacts On Troll: হোলির উৎসবে আবিরে রাঙা স্বরা ভাস্কর ও তাঁর রাজকন্য়া। কিন্তু, ফাহাদের শরীর সম্পূর্ণ রঙহীন। ধর্মের খোঁচা মেরে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের প্রশ্ন শুনে কী বললেন অভিনেত্রী?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
মুসলিম বলেই বেরঙিন ফাহাদ?

মুসলিম বলেই বেরঙিন ফাহাদ?

Swara Bhaskar On Fahad Ahmad: সোনাক্ষী সিনহা টু স্বরা ভাস্কর, ইসলাম ধর্মে নিজেদের নতুন জীবন শুরু করতেই ধেয়ে এসেছে কটাক্ষ। রহের উৎসবেও ধর্মীয় খোঁচা থেকে রেহাই পাননি এই দুই বলি অভিনেত্রী। তবে সোনাক্ষী সিনহা কিন্তু, জাহিরকে নিয়ে প্রশ্ন করার আগেই জবাব দিয়ে দিয়েছেন। আগামী ছবির শুটিং সেট থেকে আবিরে রাঙা ছবি পোস্ট করেছিলেন শত্রুঘ্ন কন্যা। হোলির দিনে তাঁর পাশে কেন জাহির নেই, এই প্রশ্নে যে তিনি জেরবার হবেন সেই আঁচ আগেই পেয়েছিলেন। তাই তো নিজের ছবি পোস্টের সঙ্গেই ক্যাপশনে লিখে দিয়েছিলেন জাহির মুম্বইয়ে আর তিনি শহরের বাইরে শুটিং করছেন তাই একাই রঙিন হয়েছেন দাবাং গার্ল।

Advertisment

প্রায় একই ঘটনার সম্মুখীন স্বরা ভাস্করও। ছেলেকে নিয়ে আবিরে রঙা হলেও ফাহাদের শরীরে রঙের কোনও ছোঁয়া নেই। হোলির দিন আবিরে রাহা স্ত্রী-ছেলেকে নিয়ে ছবি তুলেছেন। রমজানে উপোস করার জন্যই রং খেলেননি। ছবি ঘিরে ট্রোল শুরু হতেই ক্ষুরধার জবাব স্বরার। 

ইনস্টা স্টোরিতে হোলি সেলিব্রেশনের মুহূর্ত শেয়ার করে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। একইসঙ্গে কটাক্ষেরও জবাব দিয়ে লিখেছেন, 'হ্যাপি হোলি। একটা কথা আরও একবার মনে করিয়ে দিচ্ছি, কাউকে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণে বাধ্য না করেও আমাদের উৎসব উদযাপন করা যায়। সকলের সঙ্গে আনন্দ ভাগ করা সম্ভব।' প্রসঙ্গত, স্বরা-ফাহাদের ভিন ধর্মে বিয়ের বিষয়কে সামনে রেখে নেটিজেনরা খোঁচা মারেন। স্বরার কাছে নেটনাগরিকের একাংশের প্রশ্ন, 'আপনার স্বামী কেন রং মাখেননি?' 

Advertisment

প্রশ্নের চাঁছাছোলা জবাবও দিয়েছেন লিপস্টিক আন্ডার মাই বোরখা খ্যাত অভিনেত্রী। স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী ২০২৩-এ ফাহাদের সঙ্গে নতুন জীবন শুরু করেন স্বরা ভাস্কর। সেই বছরই তাঁদের জীবনে আসে রাজকন্যা। স্বামী-সংসার নিয়ে সুখের সংসার স্বরা ভাস্করের। উল্লেখ্য, এর আগেও বহুবার ভিন্ন ধর্মে বিয়, হিজাব পরিধানের জন্য কটাক্ষের শিকার হয়েছেন। বিয়ের কয়েক মাসের মধ্যেই অন্তঃসত্ত্বার খবর দিয়েও ট্রোল হয়েছিলেন। তবে চুপ থাকার পাত্রী নন স্বরাও। প্রতিটি মন্তব্যের যোগ্য জবাব দিয়ে নিন্দুকের মুখ বন্ধ করে দিয়েছিলেন অভিনেত্রী। 

Bollywood Couple bollywood movie swara bhaskar Bollywood News bollywood actress