Advertisment
Presenting Partner
Desktop GIF

বিয়ের চারমাসেই অন্তঃসত্বা স্বরা ভাস্কর! মুখ খুললেন অভিনেত্রী...

মা হতে চলেছেন স্বরা ভাস্কর?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
swara bhaskar, swara bhaskar is pregnent, swara bhaskar pregnancy, swara bhaskar bollywood, swara bhaskar news, swara bhaskar marriage conflict, tollywood, tolly news, tolly world, bolly world indian express entertainment news, express entertainment news, latest entertainment news, আজকের বিনোদনের খবর, বিনোদন, স্বরা ভাস্কর, মা হতে চলেছেন স্বরা ভাস্কর?

মা হতে চলেছেন স্বরা ভাস্কর?

তাঁর বিয়ের পর থেকেই জল্পনা তুঙ্গে। স্বরা ভাস্কর এবং ফাহাদ আহমেদের বিয়ের পর থেকেই ধর্মীয় বিবাদ প্রসঙ্গে চর্চা! এবার নাকি সন্তানসম্ভবা তিনি?

Advertisment

বিয়ের চারমাস যেতে না যেতেই সুখবর! স্বরা নাকি অন্তঃসত্বা! মা হতে চলেছেন নাকি? যদিও, অভিনেত্রীর তরফে সেধরনের কিছু ইঙ্গিত না থাকলেও অভিনেত্রীর স্বামী নাকি মুখ খুলেছেন এই প্রসঙ্গে! সমাজমাধ্যমে স্বরার সন্তান আসার খবর শুনেই শোরগোল!

আরও পড়ুন < কাজল বিবাহিত, নায়িকা হিসেবে মানাবে না! কেন বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করেছিলেন করণ? >

এই টুইটার ব্যবহারকারীর তরফে জানা গিয়েছে, মা হতে চলেছেন স্বরা। এবং এই ঘটনাই নাকি নিজে মুখে স্বীকার করেছেন তাঁর স্বামী ফাহাদ। কিন্তু অভিনেত্রীর নিজের কী মতামত? একাধিক সূত্র থেকে এই খবর মিললেও অভিনেত্রী নিজে মুখে এখনও এই প্রসঙ্গে কিছুই জানান নি। বিয়ের পর থেকেই কটাক্ষের শিকার তিনি। বিশেষ করে ভিন্ন ধর্মের রাজনীতিবিদকে বিয়ে করার সুবাদে তাঁকে নিয়ে বিতর্কের শেষ নেই।

কিন্তু কোনওসময়ই নিজের ওপর ওঠা আঙ্গুল জিইয়ে রাখতে দেন নি তিনি। তবে, এবার আদৌ মুখ খোলেন কিনা, সেটাই দেখার। এমনিও নব্য বিবাহিতদের নিয়ে এহেন বিতর্ক হয়েই থাকে।  তবে, এই ঘটনা সত্যি কিনা সেই নিয়েও রয়েছে সন্দেহ।

bollywood Swara Bhasker Entertainment News
Advertisment