scorecardresearch

‘ভাই’কে বিয়ে করলেন স্বরা ভাস্কর! হিন্দু-মুসলিম বিয়ের জন্য ‘স্পেশ্যাল ম্যারেজ অ্যাক্ট’কে কুর্নিশ

ছিল ‘ভাই’ হল ‘বর’! স্বরা ভাস্করের কাণ্ডে তোলপাড় নেটপাড়া?

Swara Bhasker, Swara Bhasker marriage, Swara Bhasker muslim marriage, Swara Bhasker Fahad Ahmed Reception, Special Marriage act, Aligarh Muslim University, Swara Bhasker Fahad Ahmad, leader Fahad Ahmad, Bollywood, স্বরা ভাস্কর, ফাহাদ আহমেদ, মুসলিম জামাত, স্বরা ফাহাদ, আলিগড় বিশ্ববিদ্যালয়, বিতর্কে স্বরা ভাস্করের বিয়ে, স্পেশ্যাল ম্যারেজ অ্যাক্ট, বলিউডের খবর, বিনোদনের খবর
যুবনেতা ফাহাদ আহমেদ-কে বিয়ে স্বরা ভাস্করের

ভাই বলে ডাকতেন, আর তাঁকেই কিনা বিয়ে করলেন স্বরা ভাস্কর (Swara Bhasker)। বিয়ের খবর দেওয়ার পর অভিনেত্রীর পুরনো টুইট ভাইরাল হতেই, তোলপাড় নেটপাড়ায়।

বৃহস্পতিবার সকলকে চমকে দিয়ে বিয়ের ঘোষণা করেন স্বরা ভাস্কর। বলিউডি পর্দায় বহুদিন দেখা না গেলেও নায়িকার রাজনৈতিক মতার্দশের জন্য মাঝেমধ্যেই খবরের শিরোনামে আসেন। বিয়েও করলেন যুবনেতাকেই। মিছিলে গিয়ে প্রেমে পড়েছিলেন। ‘লাভ ইউ’-এর পরিবর্তে ‘ইনকিলাব’ দিয়েই প্রেমের সূত্রপাত। এবার খাতায়-কলমে বিয়ে সারলেন স্বরা ভাস্কর। সমাজবাদী পার্টির প্রেসিডেন্ট ফাহাদ আহমেদকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন অভিনেত্রী।

মুসলিম ঘরে বিয়ে করেছেন স্বরা ভাস্কর। বৃহস্পতিবার এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই যেমন শুভেচ্ছা বার্তার বন্যা বয়ে গিয়েছে, ঠিক তেমনই কটাক্ষও শুনতে হয়েছে বলিউড অভিনেত্রীকে। ধর্মনিরপেক্ষ দেশ হলেও আজও সমাজে হিন্দু-মুসলিম বিয়ের ক্ষেত্রে অনেকেরই ভ্রু আন্দোলিত হয়। স্বরার ক্ষেত্রেও তার অন্যথা হল না। তবে ধর্ম বাঁধ মানেনি স্বরা-ফাহাদের ভালবাসায়। আর সেই প্রেক্ষিতেই ‘স্পেশ্যাল ম্যারেজ অ্যাক্ট’কে কুর্নিশ জানান স্বরা ভাস্কর।

[আরও পড়ুন: ‘এই বিয়ে অবৈধ! স্বরা ভাস্করকে ইসলাম কবুল করতে হবে..’ ভয়ঙ্কর হুমকি জামাত প্রধানের]

কোনওরকম এলাহি আয়োজন নয়, একেবারে ছিমছাম সাদামাটাভাবেই রেজিস্ট্রি করে রাজনৈতিক ব্যক্তিত্ব ফাহাদ আহমেদের সঙ্গে সারাজীবনের জন্য গাঁটছড়া বেঁধে ফেললেন স্বরা। ডিজাইনার পোশাকের পরিবর্তে মায়ের শাড়ি-গয়নায় সেজেছিলেন অভিনেত্রী। বিয়ের পর্ব মিটতেই ‘স্পেশ্যাল ম্যারেজ অ্যাক্ট’কে কুর্নিশ জানিয়ে নায়িকার মন্তব্য, থ্রি চিয়ার্স এই আইনের জন্য। অন্তত এটা এমন একটা আইন রয়েছে ভালবাসাকে সুযোগ দেওয়ার জন্য। ভালবাসার অধিকার, পছন্দমাফিক সঙ্গী নির্বাচন, বিয়ে করার অধিকার– এগুলো যেন কখনোই বিশেষ সুবিধে না হয়, বরং স্বাভাবিকভাবেই যেন পায় মানুষ।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Swara bhasker cheers for special marriage act after marrying fahad ahmad