scorecardresearch

বিতর্কে বিয়ে! আলিগড় ক্যাম্পাসে জম্পেশ ‘দাওয়াত’ স্বরার, ‘টুকরে-টুকরে গ্যাং’ নিয়ে বিতর্ক তুঙ্গে

আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে স্বরা-ফাহাদের রিসেপশন। শুনতে হল ‘খোঁটা’!

Swara Bhasker, Swara Bhasker marriage, Swara Bhasker muslim marriage, Swara Bhasker Fahad Ahmed Reception, Special Marriage act, Aligarh Muslim University, Swara Bhasker Fahad Ahmad, leader Fahad Ahmad, Bollywood, স্বরা ভাস্কর, ফাহাদ আহমেদ, মুসলিম জামাত, স্বরা ফাহাদ, আলিগড় বিশ্ববিদ্যালয়, বিতর্কে স্বরা ভাস্করের বিয়ে, স্পেশ্যাল ম্যারেজ অ্যাক্ট, বলিউডের খবর, বিনোদনের খবর
যুবনেতা ফাহাদ আহমেদ-কে বিয়ে স্বরা ভাস্করের

শরিয়ত অনুযায়ী স্বরা ভাস্করের বিয়ে অবৈধ বলে প্রশ্ন উঠলেও রিসেপশন-দাওয়াতের শখ কিন্তু ষোলো-আনা। আলিগড় বিশ্ববিদ্যালয়ে জম্পেশ খানপিনা, পার্টির আয়োজন করা হচ্ছে নবদম্পতির জন্য। আর সেই খবর নেটপাড়ায় চাউর হতেই রে-রে রব! প্রশ্ন উঠেছে, “স্বরা-ফাহাদের দাওয়াতে কি টুকরে টুকরে গ্যাং আমন্ত্রিত?…” বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে এহেন আমোদ-প্রমোদ নিয়ে বিতর্ক এখন তুঙ্গে।

এদিকে সর্বভারতীয় জামাত প্রধান যখন স্বরা ভাস্করের বিয়েকে অবৈধ বলে দাগিয়েছেন। শুধু তাই নয়, শর্ত রেখেছেন- অভিনেত্রী যদি হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম কবুল করেন, তাহলেই এই নিকাহ বৈধ হবে। সেসবের মধ্যেই এবার নতুন করে বিতর্কে জড়ালেন স্বরা-ফাহাদ। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে কেন এহেন অনুষ্ঠান পালন করা হবে? প্রশ্ন তুলেছেন পড়ুয়াদের একাংশ। কেউ কেউ তো আবার সরাসরি জানিয়ে দিলেন যে, আলিগড় ইউনিভার্সিটির ক্যাম্পাসে তাঁরা স্বরা-ফাহাদের রিসেপশনে অংশ নেবেন না।

[আরও পড়ুন: ‘এই বিয়ে অবৈধ! স্বরা ভাস্করকে ইসলাম কবুল করতে হবে..’ ভয়ঙ্কর হুমকি জামাত প্রধানের]

প্রসঙ্গত, আলিগড় মুসলিম ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্র স্বরা ভাস্করের স্বামী ফাহাদ আহমেদ। যিনি কিনা এখন সমাজবাদী পার্টির যুবনেতাও। নায়িকার সঙ্গে আইনি নিকাহ সারার সুবাদে তিনি এখন খবরের শিরোনামে। এবার আলিগড় বিশ্ববিদ্যালয়ের তরফে স্বরা-ফাহাদের জন্য এক রিসেপশন পার্টির আয়োজন করা হচ্ছে। আর সেই খবর চাউর হতেই শোরগোল।

পড়ুয়াদের একাংশের দাবি, “অবিলম্বে প্রশাসনের উচিত হস্তক্ষেপ করা। কারণ, শাহীনবাগ কিংবা টুকড়ে টুকড়ে গ্যাংয়ের লোকেরা যদি ক্যাম্পাসে আসে, তাহলে ভারত বিরোধী স্লোগান উঠতে পারে।” ছাত্র ইউনিয়নের প্রাক্তন সভাপতি নাদিন আনসারিও প্রতিবাদ করেন।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Swara bhasker fahad ahmeds reception dawat at aligarh muslim university sparks controversy