খুনের হুমকি পেলেন স্বরা ভাস্কর (Swara Bhasker)। বাড়িতেই এল সেই হুমকি চিঠি। পরিস্থিতি বেগতিক দেখে গোটা বিষয়টি মুম্বই পুলিশে জানান অভিনেত্রী। কে বা কারা স্বরাকে খুনের হুমকি দিচ্ছে? তা জানতে বুধবারই ভারসোভা থানায় গিয়ে অভিযোগ দায়ের করে আসেন নায়িকা। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে।
ঠিক কী ঘটেছে? বছর খানেক আগে এক টুইটে সাভারকর প্রসঙ্গে অপমানজনক মন্তব্য করেছিলেন স্বরা ভাস্কর। সেই টুইট নিয়ে এতদিনবাদে শোরগোল। অভিনেত্রীর ভারসোভার বাড়িতে খুনের হুমকি চিঠি এসেছে। সেই বেনামি চিঠিতে সাফ লেখা, "দেশের যুবসম্প্রদায় বীর সাভারকরের অপমান কিছুতেই মেনে নেবে না।"
বীর সাভারকরের জন্মদিনে তাঁর ছবিতে নরেন্দ্র মোদী মাল্যদান করছিলেন। সেই টুইট শেয়ার করেই স্বরা লেখেন, "সাভারকর নিজেকে জেল থেকে বের করতে ব্রিটিশ সরকারের কাছে ক্ষমা চেয়ে তাদের প্রসন্ন করেছিলেন। সেটা আর যাই হোক, 'বীর'-এর পরিচয় নয়।" শুধু তাই নয়, আরেকটি টুইটে সাভারকরকে তিনি 'কাপুরুষ' বলেও সম্বোধন করেন। বছর কয়েক আগের সেই টুইট নিয়েই এখন হইচই। ক্রমাগত খুনের হুমকি দেওয়া হচ্ছে স্বরা ভাস্করকে।
<আরও পড়ুন: কার্তিকের ভুল বাংলা উচ্চারণ দেখে রেগে আগুন অনির্বাণ, চরম কটাক্ষ বলিউড অভিনেতাকে>
প্রসঙ্গত, অভিনেত্রী বরাবরই উগ্র হিন্দুত্ববাদের বিরুদ্ধে কথা বলেন। বিজেপি সরকারের বিরুদ্ধেও একাধিকবার মুখ খুলতে দেখা গিয়েছে নায়িকাকে। অন্যদিকে হিন্দুত্ববাদীরা সাভারকরকে নিয়ে বেজায় স্পর্শকাতর। সেই প্রেক্ষিতেই অভিনেত্রীর কাছে খুনের হুমকি এসেছে কিনা, সেটার তদন্তেই নেমেছে ভারসোভা পুলিশ।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন