আইনি বিয়ে আগেই হয়েছিল এবার আড়ম্বরে, পরিবারের লোকজনকে সঙ্গে নিয়েই একের পর এক বিয়ের অনুষ্ঠান সারছেন স্বরা এবং ফাহাদ। তবে, সূত্রের খবর নিকাহ অথবা সাত পাক কিছুই হয় নি কিন্তু অন্যান্য নিয়ম রীতি আনন্দের সঙ্গে পালন করেছেন তাঁরা।
Advertisment
গায়ে হলুদ, মেহেন্দি এবং সঙ্গীত - সবকিছুর আয়োজন করেছিলেন স্বরা এবং ফাহাদ। আগামী ১৫ তারিখ পর্যন্ত চলবে বিয়ের উদযাপন। সূত্রের খবর, শুধুই আনন্দ করার জন্যই সঙ্গীত মেহেন্দি এধরনের অনুষ্ঠানগুলির আয়োজন করেছেন তারা। স্বরাকে বেশ অন্যরকম লাগছিল একথা বলাই যায়। স্বরার পরনে দক্ষিণী শাড়ি, সাজও ছিল দক্ষিণের। সমস্ত সেলিব্রেশন হবে দিল্লিতেই, মুম্বইতে অনুষ্ঠান থাকছে না।
লাল বেনারসি শাড়ি, দক্ষিণের গয়না কনে স্বরা নিজের সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে লিখলেন, ভালবাসার গান তো এমনই হয়। কর্নাটকি গানের সন্ধ্যে দারুণ কাটল। অভিনেত্রীকে দেখে প্রশংসা করেছেন সকলেই। কেউ বললেন, আপনি তো তেলুগু কনেদের টেক্কা দিয়ে দিলেন। উল্টে স্বরা নিজেও নিজেকে নিয়ে মুগ্ধ, সকলের মন্তব্যে জবাব দিয়ে বললেন, আমি তো ওরকম চেষ্টাই করছি।
গাঁদা ফুল এবং সাদা ফুলের ডেকোরেশন, নানান অনুষ্ঠানে ভিন্ন আয়োজন। কখনও সারারা সুট, আবার কখনও লেহেঙ্গা... তাক লাগাচ্ছেন স্বরা। আগামীকাল কাওয়ালি নাইট উপলক্ষে আবার নতুন কোন লুক সকলের সামনে আনেন সেই দেখার। যদিও, অভিনেত্রীর লুক নিয়ে কেউ কেউ বিরূপ প্রতিক্রিয়াও দেখিয়েছেন। তাঁদের কথায়, ডিজাইনারদের আপনার লুক নিয়ে সতর্ক থাকা উচিত ছিল...ভীষণ খারাপ লাগছে।