/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/07/swas.jpg)
Swastika: কী ভুল করে বসলেন স্বস্তিকা?
জীবনের প্রথম বড় ভুল করে বসলেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত! নিজেই জানালেন তাঁকে দিয়ে কী এমন ভুল হয়ে গেল, যে আফসোস করছেন স্বস্তিকা?
অভিনেত্রী আজ সকাল হতেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন যে চুল যেতে একদম ব্লান্ট করে ফেলেছেন তিনি। এক ঢাল কালো চুল কেটে ছোট ছোট করে ফেলেছেন তিনি। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। পার্লারে দাঁড়িয়েই স্বস্তিকা সেই ছবি আপলোড করলেন। তারপর বললেন...
"আজ চরম সম্ভাবনা আমার বকা খাওয়ার। মেজর নিউ লুক, প্রথমবার।" অভিনেত্রীর এই ছবি দেখে অনেকেই বলেছেন সুপার লাগছে। বেশিরভাগই প্রশংসা করেছেন। কেউ বলেছেন ছয় মাস পরপর আমিও এটাই করি। কিন্তু তারপর যেটা হয় সেটা বকা না, সেটা মানসিক অত্যাচার। কিন্তু কার কাছে বকা খাবেন তিনি?
আরও পড়ুন - Swastika Dutta: ‘বকা নাচছে কপালে..’, জীবনের বড় ভুল করে ফেললেন স্বস্তিকা!
অভিনেত্রী সংবাদমাধ্যমে জানিয়েছেন, তিনি মায়ের ভয়ে কাঁপছেন। কারণ, তাঁর মা পাঞ্জাবি। সবসময় বড় চুল তার মায়ের পছন্দ। এত সুন্দর চুল কাটার আগে মাকে জানাননি পর্যন্ত। সেই নিয়েই চাপে আছেন তিনি। কী বলবেন মা এটাই তাঁর ভয়। যেহেতু পাঞ্জাবি তাই সবসময় লম্বা চুল টেনে বিনুনি বাঁধতেন। বকুনি খাওয়ার সম্ভাবনা রয়েছে বলেই এই পোস্ট করেন তিনি।
উল্লেখ্য, স্বস্তিকার এইবছর বেশ ভাল গিয়েছে। কারণ, তিনি আলাপ ছবিতে কাজ করেছেন। সেখানে বেশ প্রশংসা পেয়েছেন। তারপর, গভীর জলের মাছ সিরিজের দ্বিতীয় ভাগেও তাঁকে দেখা গিয়েছে। অন্যদিকে তাঁকে দেখা গিয়েছে বসন্ত এসে গিয়েছে সিরিজে। সিরিয়ালের পাশাপাশি সিনেমাতেও বেশ পরিচিত মুখ।