ইন্ডাস্ট্রির অনেকেই এখন রাজনৈতিক ব্যক্তিত্ব। এমন তারকা কম নেই যাঁদের গায়ে লেগে গিয়েছে দলীয় রং। সেই নিয়েও বিতর্ক, এমনও দেখা গিয়েছে দুই অসম্ভব ভাল বন্ধু কিন্তু রাজনীতির কারণে আজ তাদের মধ্যে সম্পর্ক একেবারেই ভাল নয়। কিছুদিন আগে নিজের শিরদাঁড়া বিকিয়ে না দেওয়ার কথা বলেছিলেন টোটা। তবে, সেই দলে রয়েছেন আরেকজনও। তিনি স্বস্তিকা মুখোপাধ্যায়।
Advertisment
সমাজের হয়ে কাজ করেন, লড়েন তিনি। দীর্ঘসময় আওয়াজ তুলছেন পথকুকুরদের নিয়েও। এলাকা নিয়েও বেশ সাবলীল মন্তব্য রাখতেই পছন্দ করেন তিনি। কিন্তু, এতসবের পরেও দলীয় শিবিরে নাম লেখাননি কেন? শিবপুরের রাজনৈতিক প্রেক্ষাপট প্রসঙ্গেই ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার কাছে জানালেন সেকথা।
কোনও সিক্রেট রয়েছে এর নেপথ্যে? অভিনেত্রী বলেন, “সিক্রেট নেই গো। আমি ওপেন বুক। তবে, এটা একেবারেই বিশ্বাস করি না যে, কারওর জন্য কিছু করতে গেলে দল বা রং লাগবে। আবার, আমি এটাও বিশ্বাস করি যে মানুষের জন্য নিঃশব্দে কাজ করা উচিত। আমি তো গলা চড়িয়ে বলব যে, কোভিডের সময়ে আমাদের ইন্ডাস্ট্রির রাজনৈতিক ব্যক্তিত্বদের থেকে অনেক বেশি কাজ করেছি আমি। আমার বলতে দ্বিধা নেই, করোনার দ্বিতীয় ঢেউ যখন এলো আমি তখন সারাদিনে হয়তো একঘন্টা ঘুমিয়েছি। বরং আমার দলীয় রং না থাকার দরুণ অনেক সুবিধা হয়েছে।”
এজীবনে কখনোই করবেন না রাজনীতি, সাফ জানালেন অভিনেত্রী। তাঁর কথায়, "আমি এসব থেকে দূরে থাকতে ভালবাসি। শুধু নিজের কাজ করে যাবো। ছবিই আমার অতীত আর ভবিষ্যত। তবে, আগামী জন্মে কী করব সেটা বলতে পারছি না। এই জীবনে তো আমাকে দিয়ে সম্ভব না।"