Advertisment
Presenting Partner
Desktop GIF

ছড়িয়ে ছিটিয়ে একাধিক নীলকন্ঠ, অষ্টমীতে দেবীকে বিশেষ নৈবেদ্য অর্পণ স্বস্তিকার

স্বস্তিকার অষ্টমী পুজো, অভিনেত্রী বলছেন...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
swastika mukherjee, swastika mukherjee astami puja, swastika mukherjee durga puja, swastika mukherjee durga puja, puja pandel, durga puja 2023, top pandal list i kolkata, south pandal list, trending news, trending news today, trending news update, viral story, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর, ie entertainment news, entertainment update, Indian express entertainment news, আজকের বাংলা খবর, bangla news today, today bengali news

স্বস্তিকার অষ্টমী

অষ্টমী বলে কথা, মায়ের জন্য এদিন বিশেষ অর্ঘ্য। অন্তর থেকে উমা আরাধনা। সারা পুজোয় অষ্টমীর অঞ্জলী মানেই এক বিশেষ কিছু। সঙ্গে সন্ধি পুজো তো রয়েছেই। দুর্গা পুজোর এই বিশেষ দিনে মা দুর্গাকে বিশেষ কিছু অর্ঘ্য দেবেন না স্বস্তিকা মুখোপাধ্যায় তাও আবার হয় নাকি।

Advertisment

এবছর মায়ের শাড়িতেই সেজেছেন তিনি। মায়ের শাড়ির প্রতি অনেকেরই অগাধ ভালবাসা। নিজের শাড়ি ছেড়ে মায়ের শাড়ি নিয়ে টানাটানি না করলে আর কীসের পুজো। এবছর উমা আরাধনায় মায়ের সব শাড়ি বেছে নিয়েছেন স্বস্তিকা। অষ্টমীর দিন বিশেষ শাড়ির সঙ্গে সঙ্গে এক বিশেষ ফুল অর্পণ করেছেন তিনি।

নীলকন্ঠ ফুল ছড়িয়ে রয়েছে এদিক ওদিক। তাঁর চুলেও এক ঢাল নীলকন্ঠ ফুলের মালা। পরনে সাদা সবুজ শাড়ি। দেবাদিদেব ভালবাসেন নীল রঙের এই ফুল। সবুজ চুড়ি, সাবেকি সাজ সঙ্গে অজস্র নীলকন্ঠ... স্বস্তিকা লিখছেন...

নৈবেদ্য...শিউলী ফুল, চোখ কানাকানি সকাল হাতে হাত ছুঁইয়ে দেওয়ার ফাঁকে মায়ের শাড়িতে দেবীরূপে আগমন মেয়ের। নীলকন্ঠ থেকে যায় প্রতি মণ্ডপের আনাচে কানাচে। নৈবেদ্য মায়ের পায়ে…

যদিও, অভিনেত্রীর নৈবেদ্যর ধরণ দেখে অনেকেই চোখ বাঁকিয়েছেন। তাঁরা বলছেন, এ আবার কেমন ধরনের নৈবেদ্য। আবার কেউ বলছেন, অতিরঞ্জিত সাজ। আবার কারওর কথায়, আপনি অসাধারণ সুন্দর। অন্তত নীলকন্ঠ দিয়ে এভাবে স্টাইল আপনি ছাড়া কেউ ভাবতে পারবে না।

tollywood Swastika Mukherjee Entertainment News
Advertisment