ফুটবল বিশ্বকাপ নিয়ে চর্চা তুঙ্গে। সেলেবদের উচ্ছ্বাসও কম নয়। তাঁরাও খেলার আনন্দে মাতোয়ারা। বিশ্বকাপ জ্বরে ফুটছেন। সেই জোয়ারে গা ভাসাতে গিয়েই চরম বিপাকে পরেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়।
Advertisment
খেলা দেখছেন নিয়মিত, সোশ্যাল মিডিয়ায় আপডেটও দিচ্ছেন। অতিরিক্ত উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়েই বেজায় সমস্যায় অভিনেত্রুই। ট্রোলের মুখে স্বস্তিকা। গত ক্রোয়েশিয়ার ম্যাচে উত্তেজনা ছিল আকাশছোঁয়া। এরই মধ্যে স্বস্তিকা বললেন, ক্রোয়েশিয়ার পপুলেশন মাত্র ৪০ লাখ। আর সেখানে দিল্লি মুম্বই এবং লখনঊ এর জনসংখ্যা সর্বমোট ৬ থেকে ৭ কোটি। একথা পরিস্কার তাঁর ইঙ্গিত কার দিকে?
এত কোটির দেশেও ফুটবল টিম তৈরি করতে পাড়া সম্ভব হচ্ছে না। তবে এতসবের মাঝেও, পশ্চিমবঙ্গকে মেনশন করতেও ভুলে গেলেন স্বস্তিকা। তাঁকে শুধরে দিলেন পশ্চিমবঙ্গের মানুষরাই। বললেন, "দিদি এখানে যে ১০ কোটি? সেই নিয়ে কিছু বলুন"? আবার কেউ বললেন, "এখানে ফুটবল প্লেয়ার তৈরি হয়। শুধু ব্যবস্থাপনা নেই। কিন্তু বাঙালির রক্তে রক্তে ফুটবল"। আবার কেউ কেউ বাতলে দিলেন, "১১ জন প্লেয়ার লাগবে, আপনি তৈরি করুন"।
ভারতের জাতীয় ফুটবল টিম বিশ্বকাপ খেলবে এই আশা নিয়েই বুক বাঁধছেন অনেকে। কিন্তু এখনও সবই স্বপ্ন। তাও আশা ছাড়লে চলবে না। কিন্তু, ভারত বলে কথা- রাজনীতি ছাড়া একদিন সম্ভব নয় সেখানে আদৌ এইদিন দেখতে পাবেন ভারতীয়রা? স্বস্তিকার অনুরাগীরা বলছেন, ভারতের মত পলিটিক্স ক্রোয়েশিয়ায় নেই।
বাবা সন্তু মুখোপাধ্যায় ছিলেন হার্ডকোর ব্রাজিল ফ্যান। কিন্তু আর্জেন্টিনা জেতার পরে নীল সাদা শাড়ি পড়ার আবদার রেখেছিলেন এক ভক্ত। তাতে সম্মতি জানিয়েছিলেন স্বস্তিকা নিজেও। যদিও এখনও তাঁকে পড়তে দেখা যায় নি সেই শাড়ি। কবে ধরা দেন এই লুকে সেটাই দেখার।