Advertisment
Presenting Partner
Desktop GIF

ফুটন্ত চা পড়ে গাল পুড়েছে স্বস্তিকার, কেরালার স্পায়ে সুস্থ হয়ে উঠছেন অভিনেত্রী

বিশেষ আয়ুর্বেদিক স্পা ট্রিটমেন্টের কথা নিজেই জানালেন অভিনেত্রী।

author-image
IE Bangla Web Desk
New Update

ইনস্টাগ্রামে বেশ ঘন ঘন ছবি দিচ্ছেন স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। কখনও সমুদ্র সৈকতে বসে গায়ে রোদ মাখছেন তো কখনও বা আবার কেরালার বিলাসবহুল রিসর্টের সুইমিং পুলে 'জলকেলী'তে মত্ত অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় উঁকি দিয়ে অবশ্য এমন অবতারেই দেখা যাচ্ছে অভিনেত্রীকে। তবে ঘুরতে গিয়েছেন বললে, ভুল হবে। আসলে 'ঈশ্বরের আপন দেশে' টলিউড অভিনেত্রী গিয়েছেন চিকিৎসার জন্য।

Advertisment

swastika

ফুটন্ত গরম চা পড়ে গালের ত্বক পুড়ে গিয়েছে স্বস্তিকা মুখোপাধ্যায়ের। এখন আপাতত সেরে উঠছেন বটে। তবে গরম তরলের জ্বালাটা কিছুতেই যেন কাটতে চাইছিল না। তাই এক বন্ধুর পরামর্শে সোজা কেরলে চলে যান। সেই বন্ধুই অভিনেত্রীকে জানান, এই বিশেষ আয়ুর্বেদিক স্পা ট্রিটমেন্টের কথা। তাই কোনওরকম দেরি না করে স্বস্তিকা চলে গিয়েছেন দক্ষিণে। দিন কয়েক প্রকৃতির মাঝে, নিরালায় কাটাবেন তিনি। সেখানেই ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন অভিনেত্রী। অনুরাগীদের উদ্দেশে বললেন, পোড়া ত্বকে কেউ যেন মেক-আপ না করেন।

Swastika Mukherjee
Advertisment