Swastika Mukherjee-Madhumita Sarkar: 'বডি শেমিং পরে করবেন...', রাতের শহর ঘিরতে মেয়েদের ডাক দিলেন স্বস্তিকা-মধুমিতারা...
RG Kar Incident: আর এই লড়াই জারি রাখতে ডাক দিয়েছেন তারকারা। অভিনেত্রীদের অনেকেই সহমত এই প্রসঙ্গে। তারা সাফ জানিয়েছেন যে লড়াইয়ের সঙ্গে থাকবেন। সোলাঙ্কি রায় থেকে স্বস্তিকা মুখোপাধ্যায় মধুমিতা সরকার বাদ পড়েনি মনামী-শুভশ্রীও।
রাতে একজোট হোন মেয়েরা। নিশি যাপনের এক নিরন্তর লড়াইয়ে ডাক দিচ্ছেন রাজ্যের মেয়েরা। শহর কলকাতার রাত ঘেরাও করবে মেয়েরা। এমনটাই, জানানো হয়েছে সমাজ মাধ্যমে। কলকাতার তিনটি মুখ্য জায়গা, যাদবপুর, কলেজস্ট্রিট এবং একাডেমি - এই তিনটি জায়গাতেই জমায়েত হওয়ার নির্দেশ মিলেছে।
Advertisment
আর জি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালে জুনিয়র ডাক্তারের মৃত্যুতে, চূড়ান্ত শোকের ছায়া চিকিৎসা জগতে। রাতে অন ডিউটি থাকাকালীন সেই চিকিৎসককে ধর্ষণ এবং খুনের অভিযোগ আসে। তার পরবর্তীতে, ফের একবার মেয়েদের রাত্রিবেলা কী কাজ করা উচিত, কোথায় যাওয়া উচিত সেই প্রসঙ্গে নানান মন্তব্য হলেও এবার কিন্তু শহর ঘিরে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন মেয়েরা।
আর এই লড়াই জারি রাখতে ডাক দিয়েছেন তারকারা। অভিনেত্রীদের অনেকেই সহমত এই প্রসঙ্গে। তারা সাফ জানিয়েছেন যে লড়াইয়ের সঙ্গে থাকবেন। সোলাঙ্কি রায় থেকে স্বস্তিকা মুখোপাধ্যায় মধুমিতা সরকার বাদ পড়েনি। সোলাঙ্কি এই পোস্ট শেয়ার করে লিখেছেন, লড়াই জারি থাক। স্বস্তিকা মুখোপাধ্যায় জানিয়েছেন, "প্রতিবাদের ভাষ্য তৈরি হচ্ছে, পিতৃতন্ত্রের শৃঙ্খল দুমড়ে মুচড়ে ভেঙে বেরিয়ে আসবে সব নিপীড়িত লিঙ্গ পরিচয়ের মানুষ! এগিয়ে আসুন, অংশ নিন। জোরদার করে তুলি এই লড়াইকে আমরা!"
অন্যদিকে মধুমিতা সরকার, বেশ জোড়ালো আওয়াজ তুলেছেন এই প্রসঙ্গে। অভিনেত্রীর কথায়, "এই রাত আমাদের। দেখা হচ্ছে সকলের সঙ্গে রাতে। দয়া করে, আমার এই পোস্টে কেউ আমায় অকথ্য কথাবার্তা, স্লাট শেমিং কিংবা বডি সেমিং করবেন না। ওই মেয়েটির জন্য। বাকি আমার অন্য পোস্টে আবার যা খুশি করুন। যত বেশি রাগ ক্ষোভ বের করবেন।"
উল্লেখ্য, এদের পাশাপাশি আওয়াজ তুলেছেন অনেকেই। মনামী ঘোষ কিংবা শ্রীলেখা মিত্র রয়েছেন সেই তালিকায়। মেয়েদের সঙ্গে হয়ে আসা নিরন্তর অত্যাচারের প্রতিবাদে সরব হয়েছেন বেশিরভাগ। শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও রয়েছেন সেই দলে। গতকাল মিমি চক্রবর্তী নিজেও সমাজমাধ্যমে জাস্টিস চেয়েছেন।