আসন্ন দুর্গোৎসব। তার পাশাপাশি বাংলা ছবি রিলিজ। পুজো মানে বাংলার নানা সেরা ছবি, মুক্তি পাওয়ার বিরাট সম্ভাবনা থাকে। এবারে দুটি ছবি সবথেকে বেশি আলোচনায়। বহুরূপী এবং টেক্কা।
টেক্কা ছবি নিয়ে শুরু হয়েছে নানা সমালোচনা। তাঁর একটাই কারণ স্বস্তিকা মুখোপাধ্যায়। তিনি দেবের এই ছবির অংশ। এবং তাঁর একটি পোস্টার দেখেই মন্তব্য করে বসেন কুণাল ঘোষ। বর্তমান রাজ্য পরিস্থিতিকে মাথায় রেখেই কি তৈরি সেই পোস্টার? এমনই প্রশ্ন করেন তিনি। পোস্টারে স্বস্তিকার মুখ, পাশে লেখা আমার মেয়েকে ফেরাবে কে? আর এই নিয়েই শুরু হয় আলোচনা।
স্বস্তিকা যিনি জানিয়েছিলেন, উৎসবে ফিরবেন না, তিনি সিনেমা রিলিজ করছেন কীভাবে? অভিনেত্রী এই প্রসঙ্গে জানান, সেটা দেব এবং সৃজিতের বিষয় কোন পোস্টারে কী থাকবে। কিন্তু, সময় গড়াতেই সব যেন এক নিমিষেই পাল্টে গেল। কেন? পরিস্থিতি সামলাতে, পরের দিন পোস্টার পাল্টে দেওয়া হয়।
সেখানে, আমার মেয়েকে ফেরাবে কে পাল্টে দিয়ে সেখানে লেখা হয়, আমার অবন্তিকাকে ফেরাবে কে? আর এই নিয়েও আলোচনা শুরু হয়। কিভাবে ক্ষমতার সামনে মাথা নোয়াতে বাধ্য হতে হল, সেই নিয়েও প্রশ্ন উঠছে। সৃজিত নিজেই এই পোস্টার শেয়ার করেছেন। শহরের আনাচে কানাচে, সর্বত্র ছড়িয়ে রয়েছে এই ছবির পোস্টার।
উল্লেখ্য, টেক্কা আদৌ মানুষের মনে জায়গা করে নিতে পারবে কিনা, সেটা নিয়েও প্রশ্ন রয়েছে। তাঁর কারণ, একটাই, দেব প্রথম দিন থেকে আরজি কর কাণ্ডে প্রতিবাদে নামেননি। বরং ছুটি কাটাতে ব্যস্ত ছিলেন। তারপর, শহরে ফিরে তিনি সামিল হন এক আন্দোলনে। কিন্তু, দেব ছবি রিলিজ মন দিয়েছেন।