তিনি সবসময় সমাজের নানা দিক নিয়ে সরব। এবার, গলার আওয়াজ আরও চড়ালেন মেয়েদের হয়ে। দিল্লিতে, জাতীয় মহিলা কমিশনের তরফে ডাক পেতেই স্বস্তিকা পৌঁছলেন সেখানে।
Advertisment
পশ্চিমবঙ্গের একজন অভিনেত্রীই স্বস্তিকা, যিনি এই বিশেষ আয়োজনে সামিল হয়েছেন। সেখানেই সোশ্যাল মিডিয়ায় মেয়েদের সঙ্গে হওয়া নানা সমস্যা নিয়েই আওয়াজ তুললেন তিনি। তাঁদের সঙ্গে হওয়া ডিজিটাল অত্যাচারের নানা দিক তুলে ধরলেন স্বস্তিকা। মেয়েদের সঙ্গে আড়ালে আবডালে নানা ঘৃণ্য কাজ করে থাকেন ট্রোলাররা। সেটি মাঝেমধ্যে প্রাণঘাতী হয়ে ওঠে।
স্বস্তিকা বললেন, আমি যেটা বিশ্বাস করি, সেটাই বললাম। যারা ট্রোল করেন, তারা সবসময় ভুয়ো নামের আড়ালে থাকেন। এদের প্রোফাইল সঠিক হয় না। এক নম্বরের ভীরু এরা। মেয়েদের ছবিতে এসে খারাপ মন্তব্য রাখা, ভুলভাল বলা এদের কাজ। আমার মনে হয়, মেয়েদের এর বিরুদ্ধে সরব হওয়া উচিত। আমাদের সুরক্ষা আমাদের হাতে। অন্তত, এবার আমাদের লজ্জা দূরে সরিয়ে আওয়াজ তোলা উচিত।
পরনে, সাদা কালো শাড়ি.. আদ্যোপান্ত বাঙালি সেজে হাজির হলেন তিনি। নিজের বক্তব্য রাখার সঙ্গে সঙ্গে, সকলের মন জিতে নিলেন। সিনেমার প্রমোশনের সঙ্গে সঙ্গে তিনি পথ কুকুরদের নিয়েও কাজ করেন। এর আগেও, ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার কাছে জানিয়েছিলেন, তিনি করোনা মহামারীর সময়ে অনেক রাজনৈতিক ব্যক্তিত্বদের থেকে বেশি কাজ করেছিলেন।