Advertisment

Swastika Mukherjee: 'যতদিন না আবার দেখা হচ্ছে...', মেয়ের জন্য এই দূর্বিষহ সময়ে চিন্তিত স্বস্তিকা

Swastika Mukherjee on her daughter: মেয়েকে উদ্দেশ্য করে নানা কথা বলেন তিনি। তাঁর পাশাপাশি এও বলেন, এই ভয়ঙ্কর সময়ে যেন সে সুরক্ষিত থাকে। অভিনেত্রী হওয়ার সঙ্গে সঙ্গে মেয়েকে ছোট থেকে বড় করেছেন, তাই দায়িত্ব এবং অধিকারবোধে মগ্ন তিনি।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
swastika mukherjee for her daughter

মেয়েকে উদ্দেশ্য করে কী বলছেন স্বস্তিকা?

 

Advertisment

মেয়ের জন্য মন কাঁদছে স্বস্তিকার? রাজ্যের নারী নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে যা যা প্রশ্ন উঠছে, তাতে প্রতিটি মেয়ের বাবা মায়ের ঘুম উড়েছে। স্বস্তিকা এই বিষয়ে আওয়াজ তুলেছেন অনেক আগেই। তবে, এখন মেয়েকে যে ভীষণ ভাবে মিস করছেন সেকথা পরিষ্কার।

অভিনেত্রী, নিজের মেয়েকে একা একাই বড় করেছেন। মেয়ের সঙ্গে তাঁর যত স্মৃতি। তাই তো, তাঁকে নিয়ে সবসময় কিছু না কিছু পোষ্ট করতেই থাকেন অভিনেত্রী। কিছুদিন আগেই মেয়ের গ্র্যাজুয়েশন উপলক্ষে লাল রঙের শাড়িতে বিদেশে গিয়েছিলেন তিনি। মা হিসেবে সন্তানের জন্য নিজের মনের কথা জানালেন স্বস্তিকা।

আরও পড়ুন  -  Ritabhari Chakraborty faced Sexual Assault: টলিউডে যৌণ হেনস্থার শিকার ঋতাভরী, পরিচালক-হিরোদের নামে নালিশ জানালেন মুখ্যমন্ত্রীর কাছে...

কী লিখলেন অভিনেত্রী? 

মেয়েকে ইউকেতে রেখে দেশে ফিরছেন স্বস্তিকা। তাই তো মনে এত যন্ত্রণা। মেয়ের উদ্দেশ্যে অভিনেত্রী লিখছেন... "আমার হৃদয়, আমার পুরো হৃদয়টা তোমার। সবটাই তোমার জন্য। আমার ফুসফুস, কিডনি, ইন্টেস্টেইন সবকিছুই তোমার। আমার সেই ইউট্রাস এবং ওভারি আজও আছে যেটা তোমার জন্মের সময় ছিল। আমার, মাংস, হাড়, মাসেল,  টিস্যু, আমার নার্ভ, সবকিছুই তোমার।" এখানেই শেষ না। তিনি তাঁর মেয়ের উদ্দেশ্যে আরও বললেন... 

"মাতৃত্বের সবথেকে আকর্ষণীয় বিষয় হল, তুমি তোমার নিজের না, তুমি তাদের। আমি বেঁচে আছি তোমায় ভালবাসার জন্য। আমার সবসময় এমনটাই এমন হয়, যে তোমার জন্য ভাল কিছু করব। তুমি যা যা করতে চাও, সেসবের জন্য আমি আজীবন আছি। আমার আর অন্য জীবন দরকার নেই। এই একটা জীবন অনেক তোমার সঙ্গে।" মেয়েকে রেখে আসতে তাঁর যে বেজায় কষ্ট হচ্ছে সেকথাও জানালেন প্রকাশ্যে।

অভিনেত্রী লিখছেন... "যতদিন না পর্যন্ত আবার আমাদের দেখা হচ্ছে, তুমি সাবধানে থেকো। এই ভয়ঙ্কর চিন্তার সময় এর থেকে বেশী আর কিছুই বলার নেই। আমার পুতুল, আমার বাচ্চা, তুমি আমায় মা হিসেবে বেছে আমায় ধন্য করেছ।" উল্লেখ্য, অভিনেত্রীকে সামনে টেক্কা ছবিতে দেখা যেতে চলেছে দেবের সঙ্গে। সেই ছবি পরিচালনা করেছেন সৃজিত মুখোপাধ্যায়।

 

Swastika Mukherjee tollywood Entertainment News Today entertainment Entertainment News
Advertisment