বরাবরই সোজা কথাটা সামনে সপাটে বলার কারণেই বদনাম এই অভিনেত্রীর। তাঁকে নিয়ে বিতর্ক, চুলচেরা বিশ্লেষণে কখনওই দমে থাকেননি তিনি। নীতি পুলিশ হোক বা টলিউডের পারিশ্রমিক না পাওয়া, সব নিয়ে কথা বলেছেন। ফের একবার সোচ্চার হলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। এবার তোপ দাগলেন রাজনীতিনিদদের।
স্বস্তিকা টুইটে লিখেছেন, ''একবার আপনি রাজনীতিতে নাম লিখিয়ে ফেললে আর মানুষ থাকেন না। আপনি রাজনীতিবিদ হয়ে যান। আর রাজনীতিবিদরা মানুষও নন, পশুও নন। তারা কেবল রাজনীতিবিদ। উদাসীনতা, লোভ, ঈর্ষা সেখানের মানদণ্ড। মানুষ এবং জাতির সেবার উল্লেখ পর্যন্ত পাওয়া যায় না''।
আরও পড়ুন, অ্যাভেঞ্জার্সের সঙ্গে বক্স অফিস মাত ‘জ্যেষ্ঠপুত্র’-র
নিজের টুইটার হ্যান্ডেলে রাজনীতিবিদদের একহাত নিলেন অভিনেত্রী। সোশাল মিডিয়ায় প্রকাশ্যে বললেন, ''রাজনীতিকরা মানুষও নন, পশুও নন। তারা কেবল রাজনীতিবিদ''। তবে কারও নাম নিয়ে মন্তব্য করেননি তিনি। সরাসরি রাজনৈতিক ব্যক্তিত্বদের উদ্দেশ্যে কথা বলেছেন নায়িকা।
স্বস্তিকা নাম করেননি ঠিকই। কিন্তু ২০১৯ এর লোকসভা নির্বাতেনর চতুর্থ দফার ভোট ছিল। আর সেদিন সারাদিন চর্চায় ছিলেন অধীর চৌধুরী, বাবুল সুপ্রিয়, মুনমুন সেনরা। তাহলে কী নাম না করে তাদেরকেই বিঁধলেন স্বস্তিকা?