scorecardresearch

‘এর চেয়েও অশ্লীল করে দিতে পারি..!’ প্রযোজকের হুমকি কেলেঙ্কারির পর্দা ফাঁস করলেন স্বস্তিকা

শাড়ির আঁচল সরে উন্মুক্ত বুক!.. এ কোন অবতারে স্বস্তিকা মুখোপাধ্যায়?

Swastika Mukherjee, Swastika Mukherjee news, Shibpur, Bengali film Shibpur, Shibpur producers, Parambrata Swastika, Bengali films, Tollywood news, স্বস্তিকা মুখোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, শিবপুর, টলিউডের খবর
স্বস্তিকা মুখোপাধ্যায়

‘শিবপুর’ ছবির প্রযোজকের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ এনেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। বিগত কয়েকদিন ধরেই যার জেরে টলিপাড়া উত্তাল! নায়িকার ছবি বিকৃত করে নিষিদ্ধ সাইটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে লাগাতার। পরিস্থিতি বেগতিক দেখে ইম্পার দ্বারস্থ হন স্বস্তিকা। পুলিশে অভিযোগ দায়ের করেছেন। তবে ‘শিবপুর’ টিমের তরফ থেকে পরোক্ষভাবে অস্বীকার করা হয়েছিল এমন হেনস্তার অভিযোগ। এবার সেই প্রেক্ষিতেই প্রমাণস্বরূপ সেই হুমকি-মেইল প্রকাশ্যে আনলেন স্বস্তিকা মুখোপাধ্যায়।

কীভাবে হুমকি দেওয়া হচ্ছিল নায়িকাকে? জানালেন স্বস্তিকা। সেই বিকৃত ছবির নমুনা পাঠিয়ে স্বস্তিকা প্রমাণ দিলেন। সেই মেইল পাঠানো হয়েছিল ‘শিবপুর’ প্রযোজক সন্দীপ সরকারের ঘনিষ্ঠ রবিশ শর্মার তরফে। যিনি কিনা নিজেকে হ্যাকার বলেই পরিচয় দেন মেইলে। তিনি স্বস্তিকার বিকৃত ছবি পাঠিয়েই ক্ষান্ত হননি, বরং এও হুমকি দেন যে, যা করেছি, “এর থেকেও খারাপ কিছু করতে পারি। চুপচাপ ম্যাডামকে বলুন প্রযোজনা সংস্থার সঙ্গে মিটমাট করে নিতে। নইলে এর থেকেও খারাপ ছবি ছড়িয়ে দেব সোশ্যাল মিডিয়ায়।” ছবিতে সাফ দেখা যাচ্ছে, বুকের আঁচল এডিট করে সরিয়ে দিয়ে উন্মুক্ত স্তন।

স্বস্তিকাকে পাঠানো বিকৃত ছবি

সন্দীপ ইমেলে উল্লেখ করেন যে, স্বস্তিকা নাকি আমেরিকান নাগরিকের তরফে টাকা নিয়ে হেনস্তা করেছেন। সেই প্রেক্ষিতেই নায়িকার উদ্দেশে লেখেন, “এখন তো সবে শুরু, এরপর দেখবেন কী হয়! আপনাদের মতো মানুষকে কীভাবে শায়েস্তা করতে হয়, তা আমার ভাল জানা!” সেই হুমকি মেইলের তথ্য-প্রমাণ প্রকাশ্যে এনে স্বস্তিকা জানান, এই ইন্দো-আমেরিকান প্রোডাকশন থেকে তিনি সরছেন।

হুমকি চিঠি

অভিনেত্রী সাফ জানান যে, “ইন্দো-আমেরিকান প্রোডাকশনের কোনও সদস্যের সঙ্গে আমি ভবিষ্যতে কাজ করব না। ছবির প্রচারেও অংশগ্রহণ করব না। এটা আমাদের প্রথম প্রযোজনা। অছত আমি বিগত ২৩ বছর ধরে ভারতীয় ছবিতে কাজ করে চলেছি। এদের থামাতে হবে। বাংলা চলচ্চিতের ভবিষ্যৎ বাঁচাতে হবে।”

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Swastika mukherjee reveals morphed picture sent by shibpur producer