অভিনেত্রী হওয়ার সঙ্গে সঙ্গে আশেপাশের সংসারের কাজ তো করতেই হয়। তাই বলে, এই কাজটি সবথেকে প্রিয় স্বস্তিকার! অভিনেত্রী জানালেন নিজের পছন্দের কথা। কী করতে ভালবাসেন তিনি?
'শিবপুর' ছবির প্রমোশনে বেজায় ব্যস্ত তিনি। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে সহজে রাখঢাক করেন না তিনি। সবকিছুই স্বচ্ছ কাঁচের মত। এবার নিজের সিক্রেট পছন্দের কথা উজাড় করলেন সংবাদমাধ্যমে। এক সাক্ষাৎকারে বললেন, রান্নাবান্না নয়, বরং অন্যকিছু করতেই ভালবাসি। ছবিতে মন্দিরার চরিত্রে অভিনয় করছেন তিনি। শুধু তাই নয়, একজন পাকা গৃহিণী হিসেবে দেখা যাবে তাঁকে। কিন্তু বাস্তবে স্বস্তিকা রান্নাবান্না পারেন? প্রসঙ্গে তিনি বললেন...
"রান্নাবান্না করতে একদম পারি না। লকডাউনের সময় শিখেছিলাম রান্না করা, মাছের ঝোল, সর্ষে বাটা দিয়ে পমফ্রেট সবই রান্না করেছিলাম। তবে, বুঝতে পারলাম যে সবথেকে প্রিয় কাজ হল বাসন মাজা। আমি ঠিক করেছি কেরিয়ারে যখন কিছু করতে পারব না তখন বাসন মাজব। ঘর মুছে দেওয়া, জামাকাপড় কাচা, এগুলোতে আমি এক্সপার্ট"।
স্বস্তিকা, তাও আবার বাসন মাজবেন? একথা অস্বীকার করার জায়গা নেই যে করোনা মহামারীর সময়কালীন সকলেই নিজের কাজে নিজে করেছেন। ঘর ঝাড়ু দেওয়া থেকে সবকিছুই, বাদ পড়েনি রান্নাবান্নাও। কিন্তু কিছু না জুটলে সব ছেড়ে যে ঠিকে কর্মীর কাজ করবেন এও জানিয়েছেন অভিনেত্রী।