/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/11/swastika.jpg)
সোশ্যাল মিডিয়ায় কেন সোচ্ছ্বার স্বস্তিকা?
Swastika On Social Media: স্বস্তিকা মুখোপাধ্যায় বাংলা ইন্ডাস্ট্রির এমন একজন অভিনেত্রী যিনি রিল টু রিয়েলে ছকভাঙা পন্থায় বিশ্বাসী। বাস্তবে তিনি একজন স্পষ্টবক্তা। যে কোনও বিষয়ে সোজাসাপটা উত্তর দিতেই ভালবাসেন। রাখঢাক করে কোনও কাজ করতেও পছন্দ করেন না স্বস্তিকা মুখোপাধ্যায়। দীর্ঘদিন ইন্ডাস্ট্রিতে থেকেও মুম্বইয়ে অডিশনে সিলেক্ট হননি সেই খবরও সাহসের সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন স্বস্তিকা মুখোপাোধ্যায়। তাঁর প্রতিবাদের জবাবও একদম চাঁচাছোলা। সোমবার সোশ্যাল মিডিয়ায় আরও একবার সেটাই প্রমাণ করলেন স্বস্তিকা।
বর্তমান সমাজ মেয়েদের জন্য যে একেবারেই সুরক্ষিত নয় সেটা অভিনেত্রীর পোস্টে একদম স্পষ্ট। স্বস্তিকা লিখেছেন, 'কিছু কিছু মানুষ ভয়ঙ্কর আক্রমণাত্মক হয়েই আছে। রেপ করছে, খুন করছে। আমাদের মেয়েদের ভয় লেগেই আছে। বাস এ ট্রাম এ অফিস এ বন্দর এ, বাড়িতে, স্কুলে, কলেজে।' হঠাৎ এমন পোস্ট কেন? প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় এক ব্যক্তি লিখেছেন, রাস্তায় এমন কয়েকটি কুকুর আছে যা দেখে তিনি ভয় পান। পাছে সেই কুকুরগুলি তার উপর হামলা করে। এই পোস্টে বেজায় চটেছেন স্বস্তিকা। চেনা ছন্দে প্রতিবাদ করেছেন অভিনেত্রী।
স্বস্তিকা পশুপ্রেমী। সোশ্যাল মিডিয়ায় পোষ্যর সঙ্গে সোহগী ছবি প্রায়ই ভাগ করে নেন স্বস্তিকা। অসহায় সারমেয়দের নিয়েও কাজ করেন। কোনও অনুরাগী যদি পোষ্য বা পথ কুকুরদের নিয়ে সমস্যায় পড়লে সাহায্যের হাত বাড়িয়ে দেন অভিনেত্রী। অনেকক্ষেত্রেই মানুষের থেকে পোষ্য বা সারমেয়দের এগিয়ে রাখেন পশুপ্রেমী স্বস্তিকা। সোমবার সোশ্যাল মিডিয়ায় স্বস্তিকার পোস্টে মিলল সেই ইঙ্গিত। চারপাশে প্রতিনিয়ত যা ঘটে চলেছে তাতে মেয়েরা মোটেই নিরাপদ নয়। কিছু মানুষের জন্যই এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে দাবি করেন স্বস্তিকা। সেই জায়গায়া দাঁড়িয়ে কুকুরকে ভয় পাওয়া স্বস্তিকার নজরে ভিত্তিহীন।
সোশ্যাল মিডিয়ায় পশুদের উপর নির্যাতনেরও প্রতিবাদ করেন স্বস্তিকা। সেইরকম একটি পোস্টও রয়েছে অভিনেত্রীর ইনস্টাগ্রামে। একটি নিরীহ ঘোড়ার উপর অকথ্য অত্যাচার! বিয়েবাড়িতে আনন্দ করতে গিয়ে একটি অবলা জীবকে কতখানি কষ্ট সহ্য করতে হচ্ছে এই ভিডিওতে রয়েছে হাড়হিম করা সেই দৃশ্য। এক ব্যক্তিল ঘোড়ার মুখে সিগারেট ধরানোর চেষ্টা করছেন অপর এক ব্যক্তি ওই অসহায় ঘোড়াটির উপর উঠে পুশ-আপ করছেন। ওই ব্যক্তির কড়া শাস্তির দাবি করেছ মুম্বইয়ের একটি স্ট্রিট ডগ সংস্থা।