Advertisment

Swastika Mukherjee: মাথায় গ্রাজুয়েশন ক্যাপ, জুতো হাতেই মায়েদের জীবন দর্শন বোঝালেন স্বস্তিকা

এক হাতে হাওয়াই চটি, অন্য হাতে হিল জুটি... কাঁধে বড় একটি ব্যাগ। নিজের পরনে লাল রঙের একটি শাড়ি, মেয়ের বিশেষ দিন উপলক্ষেই তাঁর শিক্ষা প্রতিষ্ঠানে হাজির হয়েছিলেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Swastika Mukherjee shared a post for her daughter with two shoes tollywood news

স্বস্তিকার আনন্দের শেষ নেই...

স্বস্তিকা মুখোপাধ্যায় যে একজন আদর্শ মা, সেকথা বহুবার প্রমাণ করেছেন তিনি। আর এবার তো করে দেখালেন। মেয়েকে একাই বড় করছেন, তাঁর পাশাপাশি ওর সব দরকারের প্রতিও নজর রেখেছেন তিনি।

Advertisment

ছেলেমেয়েদের জন্য নির্দিষ্ট কিছু কাজ মায়েদের করতেই হয়। আর স্বস্তিকা নিজেও ব্যতিক্রম না। কেন? এমনিও মেয়ের সাজগোজ, শাড়ি পোশাকের সঙ্গে সঙ্গে সবদিকেই নজর রাখেন তিনি। আর এবার বিদেশে মেয়ে যেখানে পড়াশোনা করেন সেখানে গিয়েও মায়ের ভূমিকা পালন করতে দেখা গেল তাঁকে। অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন সেই ছবি।

এক হাতে হাওয়াই চটি, অন্য হাতে হিল জুটি... কাঁধে বড় একটি ব্যাগ। নিজের পরনে লাল রঙের একটি শাড়ি, মেয়ের বিশেষ দিন উপলক্ষেই তাঁর শিক্ষা প্রতিষ্ঠানে হাজির হয়েছিলেন। সেখানেই তাঁকে গোটা সংসার নিয়ে চলতে দেখা গেল। অভিনেত্রী দুই হাতে মেয়ের দুটো জুতো নিয়েও হাসছেন। আসলে, পৃথিবীর সব মায়েরা বোধহয় এমনি হয়। তাই তো মেয়ের কষ্টের কথা চিন্তা করতেই এই কাজ করলেন তিনি।

আরও পড়ুন - Arijit Singh: অসুস্থ অরিজিৎ, আগেভাগেই ক্ষমা চেয়ে নিলেন গায়ক

ক্রমাগত হিল জুতো পড়ে হাঁটাচলা করা সম্ভব না। ইভেন্ট শেষ হলেই মেয়ে জুতোটা বদল করবেন, তাই হাওয়াই চটি নিয়ে ঘুরছেন স্বস্তিকা। সেই একটি ছবি আপলোড করেই অভিনেত্রী লিখলেন... "সেটাই করছি যেটা মায়েরা ভাল করে।সমস্ত পোশাকের সঙ্গেই বোঁচকা ব্যাগ গুছিয়ে নিয়ে যাওয়া আমাদের ধর্ম। চটিটা নিয়েছি মেয়ে যাতে সুযোগ পেয়ে বদল করতে পারে। হিল শুধু নামমাত্র ব্যবহারের জন্য। গোটা সংসারটা ব্যাগে নিয়ে ঘুরছি।"

উল্লেখ্য, অভিনেত্রীর এই ছবি দেখে সকলেই বেশ মজা করেছেন। তাঁদের কথায়, আমার মনে হয়েছিল মিডিল স্কুলের পর এটা ক্যারি করা বন্ধ হয়ে যাবে। আবার কেউ বললেন, এত মিষ্টি পোস্ট আগে দেখিনি। আবার কারওর কথায়, সব মায়েদের একটাই গল্প। কেউ বললেন, মা হলেই এসব করতে হবে। আবার বেশিরভাগই মেয়ের সাফল্যে স্বস্তিকাকে শুভেচ্ছা জানিয়েছেন।

tollywood Swastika Mukherjee Entertainment News
Advertisment