/indian-express-bangla/media/media_files/PZ93veYdlWcedzPvWJO6.jpg)
Swastika Mukherjee: প্রেমিক মানুষ স্বস্তিকা কী বলছেন...
অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় বরাবরই ঠোঁটকাটা। তবে তাঁকে নিয়ে মানুষের অভাব অভিযোগের শেষ নেই। যেদিন থেকে রাস্তায় আন্দোলন করতে নেমেছেন, সেদিন থেকে তাঁকে নিয়ে কিছু না কিছু হয়েই চলেছে। তাঁর থেকেও বড় কথা, অভিনেত্রী রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন দেখে তাঁর নতুন ছবি টেক্কা নিয়ে নানা আলোচনা।
দেবের নতুন ছবি, টেক্কায় কাজ করছেন স্বস্তিকা। এটাই তাঁর সঙ্গে স্বস্তিকার প্রথম ছবি। অভিনেত্রী আন্দোলনের পাশাপাশি ছবির প্রচার করছেন, সেকারণেই যত সমস্যা। প্রচুর মানুষ এমনও জানিয়েছেন, যিনি উৎসবে ফিরবেন না তিনি কী করে ফিরলেন বিনোদনে? কিন্তু অভিনেত্রীর তাতে কিছুতেই যায় আসে না। বরং, যারা এমনও বলছেন, যে স্বস্তিকা নিজের কেরিয়ারে সুযোগ পেয়েছেন অভিনয় করার কারণ তিনি একের পর এক প্রেম করেছেন বলে, তাদেরকে এবার ধুয়ে দিলেন অভিনেত্রী।
একের পর এক প্রেম করে সিনেমায় নিজের সুযোগ করে নিয়েছেন তিনি? অন্তত, ২৪ বছর ধরেই এক বিষয় চালিয়েছেন। তাই তো কেউ সুবিধাবাদী বললেন তাঁকে। আবার কেউ, বললেন উনি সুযোগের সদ্ব্যবহার করলেন। আর সকলের সব কটাক্ষের উত্তর দিয়ে বললেন...
ওহ আরেক টা কথা আগের পোস্টে লিখতে ভুলে গেছি। আমি প্রেম করে কাজ পাওয়া থামাবো না। ২৪ বছর ধরে শুধুমাত্র প্রেমের ওপর আমার...
Posted by Swastika Mukherjee on Thursday, September 26, 2024
"একটা কথা আগের পোস্টে লিখতে ভুলে গেছি। আমি প্রেম করে কাজ পাওয়া থামাবো না। ২৪ বছর ধরে শুধুমাত্র প্রেমের ওপর আমার গোটা কারিয়ারটা দাঁড়িয়ে আছে। আগামী বছরগুলো ও তাই থাকবে। এই সিদ্ধান্ত নিলাম। প্রেম দীর্ঘজীবী হোক।" এখানেই থামলেন না তিনি। তাঁর সঙ্গে সঙ্গে সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর যে প্রেমের চর্চা, সেটিকে নিয়েও কথা বলেন।
পরিচালককে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন... "সৃজিত মুখোপাধ্যায়, আপনাকে ধন্যবাদ টেক্কার জন্য। এক্স প্রেমকে ধরে নিয়ে কষব।" উল্লেখ্য, অভিনেত্রী একের পর এক ভিন্ন চরিত্রে কাজ করছেন। শিবপুর, বিজয়ার পর এবার ইরার চরিত্রে রয়েছেন তিনি।