Advertisment
Presenting Partner
Desktop GIF

Swastika Mukherjee: 'ওর যা মুখ, কোনও ছেলে...', মেয়ে অন্বেষার পর আরও একটি কন্যা সন্তান? স্বস্তিকার 'সাত রাজার ধন মানিক'টি কে?

Swastika Mukherjee Daughter Fulki: মেয়ে এখন বিদেশে। সেখানে সে পড়াশোনা করছে। তাই মা কে ছেড়ে থাকতে হয় অন্বেষাকে। কিন্তু, তাই বলে দেশে মায়ের মন কেমন করবে, তাই আরেক মেয়েকে যে থাকতেই হত।

author-image
Anurupa Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
swastika mukherjee daughter

Swastika Mukherjee Daughter: মেয়ের সঙ্গে পরিচয় করালেন স্বস্তিকা...

অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় তাঁর জীবনে নতুন ভালবাসার মানুষের খোঁজ পেয়েছেন। নিজের মনের কথা জাহির করতে তাঁকে সবসময়ই দেখা যায়। এবারও ব্যতিক্রম না। বরং, কে তাঁর জান আর কে তাঁর প্রাণ সেকথা জানিয়ে দিলেন নিজেই। 

Advertisment

এতদিন, সকলেই জানতেন অভিনেত্রীর একটাই মেয়ে রয়েছে। এবং তিনি নিজেই জানিয়েছিলেন, সে ভীষণ হিংসুটে। মায়ের ভালবাসা ভাগ করে নিতে সে একদম রাজি নয়। কিন্তু, এবার নিজের আরেক মেয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন অভিনেত্রী। তাঁকে জড়িয়ে ধরে নিজের মনের ভালবাসার কথা জানান দিলেন অভিনেত্রী।

মেয়ে এখন বিদেশে। সেখানে সে পড়াশোনা করছে। তাই মা কে ছেড়ে থাকতে হয় অন্বেষাকে। কিন্তু, তাই বলে দেশে মায়ের মন কেমন করবে, তাই আরেক মেয়েকে যে থাকতেই হত। অভিনেত্রীকে দেখা গেল তাঁর সঙ্গে আহ্লাদ করতে। তাঁকে জড়িয়ে ধরে অভিনেত্রী লিখছেন....

"আমার সাত রাজার ধন। আমার সোনা মেয়ে। আমার ভাল থাকা। আমার প্রাণ মিস ফুলকি মুখোপাধ্যায়। উনি এখনও মিস, ওনার কোনো ছেলে পছন্দ হয়নি।" মেয়ের সঙ্গে সকলের পরিচয় করিয়ে দিলেন তিনি। কিন্তু, এই মেয়ে আসলে মানব সন্তান নয়। বরং, ইনি চারপেয়ে এক ছানা। যদিও একথা অজানা নয়, চারপেয়েদের প্রতি স্বস্তিকার ভালবাসা অগাধ।

আমার সাত রাজার ধন ~ আমার সোনা মেয়ে ~ আমার ভাল থাকা ~ আমার প্রাণ মিস ফুলকি মুখোপাধ্যায় ♥️ (উনি এখনও মিস, ওনার কোনো ছেলে পছন্দ হয়নি)

Posted by Swastika Mukherjee on Saturday, November 16, 2024

উল্লেখ্য, অভিনেত্রীর নতুন সন্তানকে দেখে তাঁর বোন অযপা মুখোপাধ্যায় করে বসলেন এক হাস্যকর মন্তব্য। তিনি বলছেন, "ওর যা মুখ, ওকে কোনও ছেলের পছন্দ হবে না।" কিন্তু মা স্বস্তিকার মন তো, মেয়ের সম্পর্কে এসব শুনতে পারেন? তিনিও বললেন, "এরম বলিস না। ও একটু চুজি এই আরকি। আমাদের মত সহজে কারওর সঙ্গে সংসার বাঁধতে পারবে না।" 

এদিকে, অভিনেত্রীর ভক্তরা তাঁর সন্তানকে দেখে মুগ্ধ। তাঁরা বলছেন, আপনি যেভাবে মানবিকতার পরিচয় দিচ্ছেন, তাতে অবাক হতে হয়। আবার কেউ বললেন, গর্ব হয় আপনাকে দেখলে।

tollywood tollywood news Tollywood Actress Swastika Mukherjee
Advertisment