Swastika Mukherjee - Jeet: সেই বহুযুগ আগে কোনও এক সময় শাহরুখ খান বলেছিলেন, যে প্রেম একবারই হয়... কিন্তু কে বলেছে, যে এই কথার সত্যতা আছে? বহুবার ভালবাসা যায়, একবার ঠকে আরেকবার প্রেমে পাগল হওয়া যায়, এবং কখনও কখনও প্রেমে নিজের ভুলের চোটে কথাও শুনতে হয়। স্বস্তিকা মুখোপাধ্যায় এর সঙ্গে ঠিক যেন সেটাই হয়েছে...
অভিনেত্রীর জীবন নেহাতই রঙিন। শুধু তাই নয়, জীবনে একাধিকবার প্রেমে পড়েছেন। কখনো কখনো তো কারওর সঙ্গে কফি খেতে গিয়ে তিনি ফেঁসেছেন। স্বস্তিকা মুখোপাধ্যায় এর মত ভালবাসার দাবি করা মানুষ নেহাতই খুব কম আছেন। এবং সেকথা তিনি অত্যন্ত অকপটে স্বীকার পর্যন্ত করেন। এবারও ব্যতিক্রম না। অভিনেত্রী নিজের ছটি সম্পর্কের কথা নিজেই স্বীকার করলেন। তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, প্রেমের ঘটনা এবং রটনা তো তাঁকে নিয়ে অনেক আছে। কিন্তু সিরিয়াসলি প্রেমে পড়েছেন প্রায় ৬ বার।
অভিনেত্রী নিজে একজন সিঙ্গেল মাদার। সন্তানকে বড় করেছেন একাই। তাঁর সঙ্গে সঙ্গে যেহেতু একসময় বিয়ে করেছিলেন, সেই খাতিরে সমাজের নানা রং ঢং তাঁর দেখা। কিন্তু প্রেমে পড়ার তো শেষ হয় না। সেই কারণেই নিজের ৫০ হওয়ার আগেই তিনি আরও প্রেমে পড়তে চান। হাসির সুরেই নিজের আক্ষেপের কথা জানান তিনি। বলেন, আমি এখন আরও বেশি করে প্রেমে পড়তে চাই। কিন্তু জিতের সঙ্গে তাঁর প্রেম ভাঙার বিষয়টা একেবারেই মেনে নিতে পারেননি তাঁর মেয়ে? এই তো সেদিন একটি অনুষ্ঠানে জিতের সঙ্গে তাঁর দেখা হয়েছিল।
দুজনের মধ্যে কী কথা হয়েছিল, সেই নিয়ে নানা তথ্য ভাইরাল হয় সমাজ মাধ্যমে। এতবছর পর এক অপরের মুখোমুখি হয়ে ঠিক কী অনুভূতি হয়েছিল তাঁদের সেই নিয়েও নানা আলোচনা হয়। কিন্তু স্বস্তিকার কথায়, তাঁর মেয়ের জিৎকে মায়ের পার্টনার হিসেবে দারুণ পছন্দ ছিল। তাঁর সঙ্গে বেশ ক্লোজ ছিল সে। তিনি সেই সাক্ষাৎকারে বলেন...
আমার মেয়ে জিৎকে আমার জন্য সত্যিই অ্যাপ্রুভ করেছিল। শুধু তাই নয়, ও আমায় দায়ী করত। ওর এটাই দাবি যে কারণেই আমাদের সম্পর্ক ভেঙে থাকুক না কেন, সেটা আমার জন্যই হয়েছে। কারণ, জিতের খুব কাছের ছিল ও। আর আমার সঙ্গে জিতের সম্পর্কও ছিল প্রায় বছর ছয়। তারপর যখন আমার মেয়ে বড় হচ্ছে, তখন তো বলেই দিত যে, দেখো কী সুন্দর চেহারা উনার, কী করলে তুমি! ইশ...! আমার মা, আমার বোন সবসময় সকলে ওর সাইড নিত।"
স্বস্তিকার সঙ্গে ইন্ডাস্ট্রির যে কজনের নাম জড়িয়েছে, তাঁর মধ্যে সৃজিত মুখোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায় অন্যতম। কিন্তু, বর্তমানে তাঁরা দারুণ বন্ধু। এমনকি, মাঝেমধ্যেই একসঙ্গে নানা মুহূর্ত তাঁরা উপভোগ করেন। নানা অনুষ্ঠানে তাঁদের দেখা যায়।