/indian-express-bangla/media/media_files/K75oz3bVFSRFNDPe1hWI.jpg)
Swastika: ছোট থেকেই কী ইচ্ছে তাঁর?
ছোটবেলায় স্কুলে পড়াকালীন, বেশিরভাগই এই উত্তর দিয়েছেন যে জীবনে বড় হয়ে কী করতে চান। অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় ছোট থেকে একটাই ভাবনা চিন্তা করে নিয়েছিলেন, যে বড় হয়ে আসলেই কী করতে হবে। আর এবার সেকথাই তিনি জানিয়েছেন সমাজ মাধ্যমে।
স্বস্তিকা সমাজ মাধ্যমে দারুণ সক্রিয়। তিনি সহজ কথা স্পষ্ট করে বলতে ভালবাসেন। আর এবার নিজে এটাই জানিয়ে দিলেন, যে আসলে ছোট থেকে তাঁর কী ইচ্ছে ছিল? যা তিনি মন প্রাণ থেকে চেয়ে এসেছিলেন। একজন এত সেলিব্রেটেড অভিনেত্রী, তাঁর নিশ্চই এমনটাই প্ল্যান থাকবে যে অভিনেত্রী হবেন। কিন্তু, স্বস্তিকা সমাজ মাধ্যমে জানালেন...
ছোট থেকেই তাঁর একটাই প্ল্যান ছিল। তাঁকে একজনের মত দেখতে হবে। আর সেই ব্যক্তির মতোই সব ফিচার্স থাকবে তাঁর। অভিনেত্রী সমাজ মাধ্যমে বেশ পুরোনো একটি ছবি শেয়ার করলেন। যেখানে, দেখা যাচ্ছে তাঁর মত অবিকল একজনকে দেখতে। স্বস্তিকার মা রয়েছেন সেই ছবিতে। এবং অভিনেত্রী তাঁর সঙ্গে একটি ছবি শেয়ার করে লিখছেন…
"মায়ের মতন দেখতে লাগবে - the only aim in life forever….মায়ের মতন চুল হবে, মায়ের মতন বসব, কথা বলব - মায়ের ছায়া হয়ে বাঁচব। ছোটবেলাটা বেশ ছিল, হঠাৎ কবে যেন বড় হয়ে গেলাম। চারদিকে এত বিয়েবাড়ি, আমাদেরও একটা বিয়েবাড়ির ছবি খুঁজে পেলাম।"
উল্লেখ্য, কথায় বলে না একদম কপি পেস্ট? স্বস্তিকা এবং তাঁর মা ঠিক যেন তাই। দুজনের মুখের আসল একেবারে এক। শুধু তাই নয়, স্বস্তিকার মা যে সেসময় যথেষ্ট সাজগোজের দিকে খেয়াল রাখতেন, সেকথাও পরিষ্কার। তখন তিনি বেশ ছোট। হালকা সাজ, কপালে একটা লম্বা টিপ, স্বস্তিকার সঙ্গে সেই ছবিতে উপস্থিত তাঁর মা ও। আর এই ক্ষেত্রে অভিনেত্রীকে দেখে তাঁর ভক্তরা বলছেন...
একদম অবিকল তো। আবার কারওর কথায়, কপি পেস্ট আপনাদের না দেখলে বৃথা হয়ে যেত। আবার কেউ তো তাঁর মাকে স্বস্তিকা ভেবেই ভুল করেছেন। তাঁরা বলছেন মায়ের মেয়ে বোধহয় একেই বলে।