Swastika Mukherjee: কোটা আন্দোলনে সরব বাংলাদেশ, গায়ে কাঁটা দেওয়া দৃশ্য দেখে আপ্লুত স্বস্তিকা
Bangladesh quota movement: মেয়ের গ্র্যাজুয়েশন উপলক্ষে লাল রঙের বেনারসি পরে গিয়েছিলেন স্বস্তিকা। কিন্তু, সেখানে থেকেও বাংলদেশের মানুষের এই প্রতিবাদের ভাষা দেখে তিনি গর্বিত।
'এসব ছবি আলেকালে দেখা যায় না...', স্বস্তিকা মুখোপাধ্যায় যেন বাংলাদেশের এই চিত্র দেখে গর্বিত এবং স্তম্ভিত। ওপার বাংলায় যা ঘটে চলেছে সেকথা বেশিরভাগের জানা। কিন্তু অভিনেত্রী যা দেখলেন...
Advertisment
তিনি, মেয়ের সঙ্গে বিদেশে গিয়েছেন। মেয়ের গ্র্যাজুয়েশন উপলক্ষে লাল রঙের বেনারসি পরে গিয়েছিলেন স্বস্তিকা। কিন্তু, সেখানে থেকেও বাংলদেশের মানুষের এই প্রতিবাদের ভাষা দেখে তিনি গর্বিত। স্বস্তিকা, সমাজ মাধ্যমে নানা বিষয়ে সক্রিয়। তিনি প্রতিবাদের পাশাপাশি নানা ক্ষেত্রে সরব হন।
গতকাল বাংলাদেশের একটি ছবি বেশ ভাইরাল হয়েছে। এক রিকশাচালক ভাই, যিনি তাঁর লাল সবুজ রিস্কার ওপর দাঁড়িয়ে, আন্দোলনকারীদের সমর্থন করে স্যালুট জানাচ্ছেন। বাংলাদেশে কোটা আন্দোলনে অংশ নিয়েছে সেদেশের যুবসমাজ থেকে সাধারণ মানুষ। দেশের নানা প্রান্তে, বিদ্রোহের পাশাপাশি তারকারাও র্যালিতে হাজির হয়েছেন।
বাঁধন থেকে সাফা কবির, মোশাররফ করিম থেকে মিথিলা সকলেই রয়েছেন সেই তালিকায়। অনেকে সমাজ মাধ্যমেও কলম ধরেছেন। দেশের শিক্ষার্থীদের পাশাপাশি সেই তালিকায় জুড়েছেন অনেকেই। আর সেই রিক্সাচালক ভাইএর ছবি শেয়ার করেই স্বস্তিকা লিখেছেন...
"তোমার মনে যে জন আছে, আমার মনেও সে জন আছে। বারবার, প্রতি বছর এমন ছবি দেখা যায় না। আলে কালে দেখা যায় ❤️🙏...।" বাংলাদেশের জনগণ তাঁর এই সমর্থন দেখে বলছেন, আমাদের ভালবাসায় রাখবেন, প্রার্থনায় রাখবেন। আবার কেউ বলছেন, বাংলাদেশের এই বর্তমান সময়ে ভীনদেশী এক অভিনেত্রীর থেকে এমন উজ্জীবনী লিখা পাবো আশা করিনি।
উল্লেখ্য, তাঁকে শেষ দেখা গিয়েছে বিজয়া ছবিতে। সেই ছবিতেও, সমাজের এক নির্দিষ্ট দিক প্রসঙ্গেই বার্তা দিতে দেখা গিয়েছে।