Advertisment

Swastika Mukherjee: দেশে থাকার অধিকার খোয়ালেন স্বস্তিকা! কোন অপরাধে ভোট দিতে দেওয়া হল না তাঁকে?

swastika mukherjee-kolkata election: স্বস্তিকা এদেশের নাগরিক হয়েও সেটা করতে পারলেন না। কেন? সারাজীবন যেখানে ভোট দিয়ে এসেছেন, সেখানেই আজ এই অবস্থা। অভিনেত্রী একটি ভিডিওর মাধ্যমেই জানালেন সেসব কথা। 

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Swastika Mukherjee shared she didn't casted vote because she didn't have name in list tollywood

swastika mukherjee- কেন ভোট দিতে পারলেন না তিনি?

Swastika Mukherjee didn't casted her vote: আজ ভোটের শেষ দিনে যখন গোটা কলকাতা নিজেদের মত দিতে ব্যস্ত তখনই স্বস্তিকা মুখোপাধ্যায় এর সঙ্গে যা অন্যায় হল, অভিনেত্রী নিজেই মেনে নিতে পারলেন না। সোশ্যাল মিডিয়ায় আসল কথা জানালেন তিনি। 

Advertisment

ভোট দিতে গিয়েই এমন কথা শুনবেন আশাও করেননি। আজ শেষ দফার ভোট। কলকাতার মানুষরা নিজেদের দায়িত্ব সম্পূর্ন করছেন। কিন্তু, স্বস্তিকা এদেশের নাগরিক হয়েও সেটা করতে পারলেন না। কেন? সারাজীবন যেখানে ভোট দিয়ে এসেছেন, সেখানেই আজ এই অবস্থা। অভিনেত্রী একটি ভিডিওর মাধ্যমেই জানালেন সেসব কথা। 

বোনকে নিয়ে গিয়েছিলেন ভোট দিতে। কিন্তু গিয়ে দেখলেন, যেখানে তাঁর প্রয়াত বাবা মায়ের নম্বর ভোটার লিস্টে রয়েছে তাদের দুজনের নাম নেই। তাদের এলাকার অনেকের সঙ্গেই এমন ঘটনা ঘটেছে। স্বস্তিকা বললেন....

আরও পড়ুন - Mimi Chakraborty: ভোটের বুথে মিমিই সর্বে-সর্বা! সোজা পুলিশ ডেকে যা করলেন প্রাক্তন সংসদ-অভিনেত্রী 

"খুব অসহ্য লাগছে। আমি আর আমার বোন দুজনেই ভোট দিতে গেলাম। গলফ গার্ডেন এরিয়ায় রাজেন্দ্রপ্রসাদ কলোনি স্কুলে। বরাবর সেখানে আমরা ভোট দিয়ে এসেছি। আজকে গিয়ে শুনলাম আমাদের নাকি ভোটার লিস্টে নাম নেই। আমার বোনের ভোটার কার্ড আছে। আমারটা হারিয়ে গিয়েছে। আমার বাবা মায়ের নাম আছে। দুজনেই প্রয়াত হয়েছেন। আমাদের বিল্ডিংয়ে অনেক সিনিয়র সিটিজেনের নাম আছে যারা স্ট্রেচার করে এসেও ভোট দিতে পারবেন না। এমনকি অনেকে আছে যারা বিল্ডিং ছেড়ে অন্য শহরে চলে গিয়েছে, তাদের নাম আছে।" 

অভিনেত্রী আরও বললেন, "যারা অল্প বয়সী আছেন আমাদের বিল্ডিংয়ে, যারা ভোট দিতে চায় তাদের নাম নেই। কী করে উড়ে গেল জানি না। কিন্তু, এটুকু বলব দেশে যে বাস করি, দেশের নাগরিক হওয়ার যে অধিকার, সেটাই প্রয়োগ করতে পারলাম না। মনে হচ্ছে দেশে থাকার একটা বড় কিছু আজ খোয়ালাম।" 

উল্লেখ্য, অভিনেত্রী এই ঘটনায় বেশ মর্মাহত। আজ কে এমন কিছু হ্যাঁ যাবে যেন বিশ্বাসই করতে পারেননি তিনি। আর ভোটার লিস্টে নাম না থাকলে যে ভোট দিতে পারবেন না, সেকথাও মেনে নিয়েই সত্যিটা সবাইকে জানালেন। 

tollywood Entertainment News Swastika Mukherjee loksabha election 2024
Advertisment