Swastika Mukherjee: 'ভাল মায়েরা কি নাইটির ওপর গামছা বেঁধে সাঁতার কাটে?' ফের ঠোঁটকাটা স্বস্তিকা!

Swastika Mukherjee news: একেই এই সমাজে, মায়েদের নানা সুবিধা অসুবিধার মধ্যে দিয়ে যেতে হয়। হাজারো নিয়মের ছাঁচে ফেলে দেওয়া হয় তাঁদের। এই প্রসঙ্গেই স্বস্তিকা কিছুটা তাচ্ছিল্যের সুরে বললেন...

Swastika Mukherjee news: একেই এই সমাজে, মায়েদের নানা সুবিধা অসুবিধার মধ্যে দিয়ে যেতে হয়। হাজারো নিয়মের ছাঁচে ফেলে দেওয়া হয় তাঁদের। এই প্রসঙ্গেই স্বস্তিকা কিছুটা তাচ্ছিল্যের সুরে বললেন...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
swastika mukherjee, swastika in tollywood,

Swastika- কেন একথা বললেন স্বস্তিকা? ছবি-ইনস্টা

স্বস্তিকা মুখোপাধ্যায় বিজয়া ছবির মাধ্যমে আবার পর্দায় ফিরছেন। অভিনেত্রী, একদিকে যেমন নিজের বক্তব্যের কারণে বিরাট আলোচনায় থাকেন, অন্যদিকে নিজের পোশাকের কারণেও তিনি মাঝেমধ্যেই কটাক্ষ শোনেন।

Advertisment

অভিনেত্রী নিজেও একজন মা। মেয়ের সঙ্গে তাঁর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তাঁর। মেয়ে কতবার কার সঙ্গে ডেট করেছেন সেটাও জানেন স্বস্তিকা। আর এবার তো ভাল মায়ের সংজ্ঞা কেমন হয় সেটাও জানিয়েছেন তিনি। সমাজে নাকি ভাল মায়ের বৈশিষ্ট্য কেমন হয় সেটাই দাগিয়ে দেওয়া হয়েছে। আর এই বিষয়েই তিনি যা যা বললেন...

একেই এই সমাজে, মায়েদের নানা সুবিধা অসুবিধার মধ্যে দিয়ে যেতে হয়। হাজারো নিয়মের ছাঁচে ফেলে দেওয়া হয় তাঁদের। এই প্রসঙ্গেই স্বস্তিকা কিছুটা তাচ্ছিল্যের সুরে বললেন...

Advertisment

আরও পড়ুন - Kareena K Khan: ‘তোমার-আমার মধ্যে কেউ আসবে না…’, সইফের সঙ্গে এতবছরের বিবাহিত জীবন, তাও নতুন প্রেমে পড়লেন করিনা!

"ভাল মায়েদের চুল লম্বা হতে হয়। ভাল মেয়েদের স্লিভলেস ব্লাউজ পড়তে নেই। ভাল মায়েরা সিগারেট এবং মদ খায় না। ভাল মায়েরা সুইমিং পুলে সাঁতার কাটতে নামবেন কিন্তু তারা সুইম স্যুট পড়বেন না। তাহলে ভাল মায়েদের পোশাক নিশ্চই নাইটির ওপর গামছা কিংবা ওড়না বাঁধাকে বলে না! তাহলে? আসলে এই সমাজে কোনটা শালীন আর কোনটা অশালীন তাঁর ধারণা ভাবনা সব বদলে গিয়েছে। এই নিয়ে যত কথা বলা হবে ততই মুশকিল।"

উল্লেখ্য, সবসময় যুক্তি তক্কের ওপরে থাকতে ভালবাসেন স্বস্তিকা। যেমন কটাক্ষের শিকার হন, তেমনই সবকিছু হাওয়ায় উড়িয়ে দেন।

tollywood Swastika Mukherjee Entertainment News