/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/02/swastiuka.jpg)
Swastika Daughter- মেয়েকে নিয়ে বড় কথা স্বস্তিকার- ছবি/ইনস্টা
স্বস্তিকা মুখোপাধ্যায়ের যেমন নায়িকা হিসেবে সুনাম আছে তেমনি দুর্নাম পর্যন্ত আছে। কিন্তু, অভিনেত্রী নিজের ঠোঁটকাটা স্বভাবের জন্য বেশ চর্চায় থাকেন। এমনকি, তার মেয়েও মায়ের জন্য বেশ আলোচনায় থাকেন।
কিন্তু, আর যাই হোক। মেয়েকে অভিনেত্রী বানাতে চান না তিনি। কেন? নিজে এত সফল একজন নায়িকা। বর্তমানে বলিউডের মাটিতেও তাঁর বেশ নাম ডাক। সেই মানুষ নাকি অভিনয়ের থেকে মেয়েকে দূরে রাখতে চান? এর আগে সুদীপ্তা চক্রবর্তী বলেছিলেন তিনি, নাকি তাঁর মেয়ের মধ্যে টলিপাড়ার অভিনেত্রী হওয়ার মতো তথাকথিত কোনও সৌন্দর্য দেখেন না।
কিন্তু স্বস্তিকা কেন তাঁর মেয়েকে দূরে রাখতে চান? বাবা মা সফল অভিনেতা হলে ছেলে মেয়ে কি অভিনয়ের সঙ্গে জুড়তে পারেন না? এরকম উদাহরণ অনেক আছে। তবে স্বস্তিকা একেবারেই চান না মেয়ে অভিনয়ের সঙ্গে জুরুক। তাই তো, প্রকাশ্যে শাশ্বত চট্টোপাধ্যায়কে বলেছিলেন...
আরও পড়ুন - Swastika Mukherjee: ‘এক্সোটিক নাকি ন্যুড জানি না…’, লাল নিয়ন আলোর কার্ডিফে স্বস্তিকা কন্যা অন্বেষা!
"মেয়ে অভিনয় করুক আমি একেবারেই চাই না। কারণ, আমি মা হিসেবে যে স্ট্রাগল করেছি। তারপর যে পরিস্থিতি দেখলাম তাতে এটুকু পরিষ্কার, যে আমি চাইব না আমার মেয়ে সেই একই বিষয়ের মধ্যে দিয়ে যাক। আর ও পড়াশোনা করতে ভালোবাসে। তাই, পড়াশোনা করুক। কিন্তু অভিনেত্রী না...।"
প্রসঙ্গত, স্বস্তিকা এও জানিয়েছিলেন যে অভিনেত্রী না হলে তিনি পড়াশোনাকে আরও এগিয়ে নিয়ে যেতেন। শুধু তাই নয়, নাকি PHD করতেন।