Swastika Mukherjee: সাফল্য ছিনিয়ে নিয়ে গেল অন্য নায়িকা, হাঁটুর বয়সী অভিনেত্রীর জন্য বড় কথা স্বস্তিকার...

Swastika and Tanika: এবার স্বস্তিকা সাফ বুঝিয়ে দিলেন যে সবসময় যে নায়িকাদের মধ্যে অশান্তি হবে, কিংবা জায়গা নিয়ে, প্রজেক্ট নিয়ে ঝামেলা হবে, এ নিশ্চই হয় না। বরং, দেখা যাচ্ছে তিনি নিজের ঝুলিতে সাফল্য...

Swastika and Tanika: এবার স্বস্তিকা সাফ বুঝিয়ে দিলেন যে সবসময় যে নায়িকাদের মধ্যে অশান্তি হবে, কিংবা জায়গা নিয়ে, প্রজেক্ট নিয়ে ঝামেলা হবে, এ নিশ্চই হয় না। বরং, দেখা যাচ্ছে তিনি নিজের ঝুলিতে সাফল্য...

author-image
Anurupa Chakraborty
New Update
tanika basu-swastika mukherjee

tanika basu-swastika mukherjee : কী বলছেন তাঁকে নিয়ে স্বস্তিকা? Photograph: (Instagram)

Swastika to Tanika: অভিনেত্রীদের মধ্যে শুধুই ক্যাটফাইট হয়? নাকি তারা নিজেদের মধ্যে কেবল ঝগড়া এবং অস্তিত্ব নিয়ে অশান্তি করেন? নিশ্চই না! তাহলে কী? অন্তত স্বস্তিকা মুখোপাধ্যায় এর যাচ্ছে নায়িকা সংঘাতের কোনও বিষয় নেই। বরং, তিনি এবার খুলেয়াম প্রশংসা করলেন যার.. একজন সিনিয়র অভিনেত্রী হয়েও, তিনি যা যা করলেন।

Advertisment

স্বস্তিকা টেক্কা ছবির সময় রুক্মিণী মৈত্রর প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। বিশেষ করে দেবের কথা তো আলাদা করে বলছিলেন তিনি। কিন্তু, এবার স্বস্তিকা সাফ বুঝিয়ে দিলেন যে সবসময় যে নায়িকাদের মধ্যে অশান্তি হবে, কিংবা জায়গা নিয়ে, প্রজেক্ট নিয়ে ঝামেলা হবে, এ নিশ্চই হয় না। বরং, দেখা যাচ্ছে তিনি নিজের ঝুলিতে সাফল্য না এলেও কিন্তু একেবারেই রেগে যাননি। বরং তাঁর হাঁটুর বয়সী নায়িকার জন্য তাঁর মন আরও ভাল হয়ে গিয়েছে।

স্বস্তিকা বেশ পাওয়ারফুল অভিনেত্রী। তিনি সবসময় নিজের অভিনয়ের ছাপ ছেড়ে যান। এবারও মনোনয়ন পেয়েছিলেন। গতবছর শিবপুর ছবির জন্য পুরস্কার পেয়েছিলেন তিনি ফিল্মফেয়ারের মঞ্চে। তবে, এবারে মনোনয়ন পেলেও তিনি কিন্তু, পুরস্কার থেকে দূরে রয়েছেন। কিন্তু, যিনি পুরস্কার পেলেন তিনি তানিকা বসু। তাঁকে নিয়েই স্বস্তিকা সমাজ মাধ্যমে বড়সর পোস্ট লিখে ফেলেছেন। তানিকা এবছর চালচিত্র ছবিতে অভিনয় করেছিলেন বেশ গুরুত্বপূর্ন ভূমিকায়। সেই পুজোতেই রিলিজ করেছিল স্বস্তিকার টেক্কা।

Advertisment

আর একজন বর্ষীয়ান অভিনেত্রী হয়েও নিজের হার যে স্পোর্টিংলি নিয়েছেন তিনি, এতেই অনেকে তাঁর প্রশংসা কুড়িয়েছেন। অভিনেত্রী হেরে গেলেও, তিনি মনের দিক থেকে দারুণ খুশি। তাই তো তিনি বলছেন, এই প্রথম তিনি হারার পরেও অভিনয় জীবনের এহেন অধ্যায়ে এসে কষ্ট বুঝে উঠতে পারছেন না। তাই তো তিনি লিখছেন...

"হ্যাঁ, আমি মনোনয়ন পেয়েছিলাম। হ্যাঁ, আমি জিততে চেয়েছিলাম। কিন্তু, জিততে পারিনি। তবে জীবনে এই প্রথম, আমার ক্যারিয়ারেও বলতে পারি, যে আমার একটুও দুঃখ হচ্ছে না। কারণ, আমার থেকে বেশি উপযুক্ত এবং যোগ্য এক অভিনেত্রী এই পুরস্কার জিতেছে।  আমার খুব প্রিয় একটা মেয়ে এবং দারুণ অভিনেত্রী, তানিকা বসু এই পুরস্কার পেয়েছে। ফিল্মফেয়ারের মঞ্চে সে পুরস্কৃত হয়েছে। আমি খুব খুশি হয়েছি। হয়তো, আমি জিতলেও এতটা খুশি থাকতে পারতাম না। চালচিত্র ছবিতে ওর অভিনয় মনে রাখার মতো।"

তাঁর সঙ্গে সঙ্গে অভিনেত্রী এই নায়িকাকে আরও এগিয়ে যাওয়ার কথাও বললেন। এই ফেয়ার জয়ের জন্য পুরো টিমকে শুভেচ্ছা জানিয়েছেন।

tollywood Swastika Mukherjee entertainment Entertainment News tollywood news Tollywood Actress Entertainment News Today