Advertisment

'আমি যমের অরুচির লিস্টে নেই!', বলছেন করোনায় আক্রান্ত স্বস্তিকা

কলকাতায় হু-হু করে বাড়ছে করোনা সংক্রমণ।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Swastika Mukherjee, Swastika Mukherjee tested Covid positive, স্বস্তিকা মুখোপাধ্যায়, করোনায় আক্রান্ত স্বস্তিকা, bengali news today

স্বস্তিকা মুখোপাধ্যায়

শরীরে করোনা থাবা বসালেও মানসিক দিক থেকে কাবু করতে পারেনি স্বস্তিকা মুখোপাধ্যায়কে (Swastika Mukherjee)। আগাগোড়াই রসিকতা করতে ভালবাসেন অভিনেত্রী। বুধবার করোনা আক্রান্ত হওয়ার খবরটাও দিলেন খানিক মজার ছলেই।

Advertisment

স্বস্তিকার মন্তব্য, "শুনছিলাম এবারেও যাদের হচ্ছে না, তারা নাকি যমের অরুচি। যাক আমি আর অরুচির তালিকায় নেই।" এখানেই অবশ্য থামেননি স্বস্তিকা। পাশাপাশি যমরাজের সঙ্গে এক কাল্পনিক কথোপকথনও লিখেছেন। যম নাকি তাঁকে জিজ্ঞেস করেছেন- "আপনি কি Co-virgin?" উত্তরে অভিনেত্রীর জবাব- "নেগেটিভ স্যর।" অভিনেত্রীর এমন রসিকতা দেখে নেটদুনিয়া যেমন মজেছে, পাশাপাশি স্বস্তিকার আরোগ্যও কামনা করেছেন।

উল্লেখ্য, স্বস্তিকা বর্তমানে ব্যস্ত 'বিজয়ার পরে' সিনেমার কাজে ব্যস্ত। সেই ছবির পরিচালক অভিজিৎ দাসের কোভিড রিপোর্টও পজিটিভ। তবে মীর আফসার আলির করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। গত কয়েকদিন ধরে ইউনিটের সকলেই কম-বেশি অসুস্থ। জানিয়েছেন পরিচালক। সেখান থেকেই কি অভিনেত্রীর সংক্রমণ? সেই উত্তর অবশ্য অধরাই।

<আরও পড়ুন: গত ৭ দিন বাড়ির বাইরে যাননি! তবুও সপরিবারে করোনায় আক্রান্ত রূপম ইসলাম>

প্রসঙ্গত, পজিটিভিটি রেটে দেশের শীর্ষে বাংলা। পশ্চিমবঙ্গে হু-হু করে বাড়ছে করোনা সংক্রমণ। করোনায় কাবু টলিপাড়া। অতিমারীর তৃতীয় ঢেউ আছড়ে পড়তেই ভয়াবহ গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে দেশে। সাধারণ মানুষের পাশাপাশি প্রতিনিয়ত তারকাদের করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসছে। বুধবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রূপম ইসলামের পাশাপাশি দুঃসংবাদ দিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়ও। তবে খানিক রসিকতার ছলেই।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Swastika Mukherjee COVID-19 Entertainment News
Advertisment