Advertisment
Presenting Partner
Desktop GIF

'মা কালী কি নীল-সাদা সিঁদুর পরা শুরু করবেন?', কালীঘাটে পুজো দিয়ে স্বস্তিকা

সিঁদুর নিয়ে 'কন্ট্রোভার্সি'!

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Swastika Mukherjee, Swastika Mukherjee Kalighat, Kalighat temple, Mir Afsar Ali, Mir Swastika, স্বস্তিকা মুখোপাধ্যায়, কালীঘাট মন্দির, মীর আফসার আলি, মীর স্বস্তিকা, গপ্পো মীর-এর ঠেক, টলিউডের খবর

কালীঘাটে মীর আফসার আলির জন্য জন্য পুজো দিলেন স্বস্তিকা

গত ডিসেম্বর মাসেই নীল-সাদা শাড়ির খোঁজ করছিলেন। এবার সেই নীল-সাদা শাড়ি পরেই কালীঘাটে মায়ের মন্দিরে পুজো দিতে গেলেন স্বস্তিকা মুখোপোধ্যায়। পুজো দিয়ে এসে সেই ছবি নেটদুনিয়ায় পোস্ট করেছিলেন মাত্র! অভিনেত্রীর কমলা সিঁদুর দেখে উড়ে এল প্রশ্ন।

Advertisment

কালীঘাটের মন্দিরে মা-কে কমলা সিঁদুর দেওয়া হয়, একথা সবারই জানা। এমনকী, পুণ্যার্থীদের কপালেও মায়ের আশীষ স্বরূপ সেই সিঁদুর দেওয়া হয়। স্বস্তিকার ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। নায়িকার কপালে কমলা সিঁদুর দেখেই জনৈক নেটিজেনের প্রশ্ন, "এ কেমন কম্বিনেশন.. কমলা তিলক নীল-সাদা শাড়ি।" সেই নেটিজেন আসলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গ উত্থাপন করেই বিঁধতে চেয়েছিলেন। কমেন্টে একথাও বলেন যে, "পিসির সাথে কমলার শত্রুতা আছে..।" তবে এহেন কমেন্ট নজর এড়ায়নি স্বস্তিকা মুখোপাধ্যায়ের।

সপাট জবাব দিতেও পিছপা হলেন না। স্বস্তিকার উত্তর, "মা কালী কি এবার তাহলে নীল-সাদা সিঁদুর পরা শুরু করবেন?" প্রসঙ্গত, সোমবার থেকেই 'গপ্পো মীরের ঠেক' শুরু হয়েছে। প্রিয় বন্ধু মীর আফসার আলির শুভ কামনা করে কালীঘাটে মায়ের মন্দিরে পুজো দিয়ে এসেছেন অভিনেত্রী। স্বস্তিকা বলেন, "আজকে একজনের খুব বড় দিন, বড় দিন বলতে আমরা যা বুঝি তার চেয়েও বড় দিন। গপ্পো MIR - এর ঠেক শুনবেন, শোনাবেন। আমার খুবই ভালবাসার মানুষ, তার জন্য রইল অনেকটা ভালবাসা, শুভেচ্ছা এবং ঈশ্বরের আশীর্বাদ। মা কালীকে বলেছি যে এমন হিট হোক, সব বল যেন মাঠের বাইরে গিয়ে পড়ে।"

<আরও পড়ুন: ‘প্রিয়াতে শুধু পাঠান-ই চলবে’, দেব-মিঠুনের ‘প্রজাপতি’ উড়িয়ে ‘জেদ’ হল মালিক অরিজিতের!>

স্বস্তিকা নিজেকেও বন্ধু মীর আফসার আলির সবথেকে বড় চিয়ার লিডার বলেও সম্বোধন করেন। শুধু তাই নয়, মীরের কপালে কালীঘাটের সিঁদুর-ও ছুঁইয়ে মঙ্গল কামনা করেছেন অভিনেত্রী। সেই সঙ্গে 'গপ্পো মীরের ঠেক'-এর লিঙ্ক শেয়ার করেন স্বস্তিকা।

Swastika Mukherjee tollywood Kalighat temple Mir Afsar Ali Entertainment News
Advertisment