scorecardresearch

স্বস্তিকার আবদার মেটান মেয়ে অন্বেষার প্রেমিকও! কী বায়না জুড়লেন অভিনেত্রী?

স্বস্তিকার বায়নাক্কা মেটাতে কী বললেন মেয়ের প্রেমিক?

swastika mukherjee, actress swastika mukherjee
স্বস্তিকার আবদার

তারকা তো কি হয়েছে, আবদারের আবার শেষ আছে নাকি। মা হলেই বা! মেয়ের বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে বেরিয়ে আবদার জুড়ে বসলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। তা ভালবেসে কী চাইলেন তিনি?

মেয়ে এসেছেন বেশ কিছুদিন আগে। এখন তাঁকে নিয়েই সময় কাটাচ্ছেন। শুধু তাই নয়, মাছের ঝোল ভাতে এখন শুধুই অন্বেষাময় জীবন স্বস্তিকার। কলকাতার ছেলে শ্লোকের সঙ্গেই স্বস্তিকার মেয়ে অন্বেষার গাঢ় বন্ধুত্ব। তাই মেয়ের সঙ্গে এবার তিনিও বেরিয়ে পড়লেন ঘুরতে। শুধু তাই নয়, একসঙ্গে নামকরা হোটেলে খাবার খেলেন। দুই বাচ্চার সঙ্গে ডেটে গিয়েছিলেন স্বস্তিকা। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সেই ছবিই।

দুজনের সঙ্গেই হাসিখুশি মা স্বস্তিকা। একে অপরকে জড়িয়ে ছবি তুললেন। সঙ্গে খাওয়াদাওয়া তো আছেই। সেই পোস্টেই মেয়ের প্রেমিকের কাছে আবদার করলেন তিনি। আসলেই কী চান স্বস্তিকা? মিষ্টিমুখ করতে চান স্বস্তিকা। সোজা লিখলেন, ‘শ্লোক..মিষ্টি খাওয়া কিন্তু হয়নি। তাড়াতাড়ি আগামী দিনের জন্য প্ল্যানিং করতে হবে’। আর এদিকে, শ্লোক নিজেও সম্মতি দিলেন তাতে, বললেন.. “যে কোনও সময় হতে পারে, কোনও অসুবিধা নেই”।

স্প্রিং উপলক্ষেই বাড়িতে এসেছেন অন্বেষা। মায়ের সঙ্গে বাসন্তী পুজোও কাটিয়েছেন। আর কিছুদিন পরেই চলে যাবেন, তাই এখন শুধুই মেয়েকে নিয়ে ঘুরে বেড়ানো, আনন্দ করে বেড়ানো। উল্লেখ্য, এবার ফ্লিমফেয়ারে শ্রীমতি ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর সম্মাননা পেয়েছেন স্বস্তিকা।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Swastika mukherjee with daughter anwesha and her boyfriend hang out