scorecardresearch

শাহরুখও নেচে-গেয়ে প্রচার করেন, আমি করলেই দোষ?: স্বস্তিকা

কোন প্রসঙ্গে এমন মন্তব্য স্বস্তিকা মুখোপাধ্যায়ের?

Swastika Mukherjee, Swastika Mukherjee film Shrimati, Swastika Mukherjee trolled, Swastika Mukherjee viral post, স্বস্তিকা মুখোপাধ্যায়, স্বস্তিকার শ্রীমতি, ট্রোলড স্বস্তিকা মুখোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায়ের ভাইরাল পোস্ট, Indian Express Entertainment News, bengali news today
শ্রীমতির প্রচার নিয়ে মুখ খুললেন স্বস্তিকা মুখোপাধ্যায়

সিনেমাহল পাচ্ছে না স্বস্তিকা মুখোপাধ্যায়ের ‘শ্রীমতি’। আর প্রেক্ষাগৃহে ঠাঁই পেলেও এমন সব শো টাইমিং দেওয়া হচ্ছে, তাতে অফিস, বাড়ির সব কাজ সামলে আম-দর্শকদের সেই সিনেমা দেখতে যাওয়া অসম্ভবপর হয়ে উঠেছে। ইতিমধ্যেই হলে টিকে থাকার লড়াইয়ে কোমর বেঁধে নেমেছেন স্বস্তিকা।

নায়িকার পোস্টেও দর্শকদের নালিশ জমা হয়েছে যে, “ইচ্ছে থাকলেও উদ্ভট শো টাইমিংয়ের জন্য ‘শ্রীমতি’ দেখতে যেতে পারছি না..।” তাই দর্শক অনুরাগীদের হলে টানতে বিভিন্নভাবে সিনেমার প্রচার শুরু করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। আর সেটা করতে গিয়েই ট্রোলড হতে হয় অভিনেত্রীকে। ছেড়ে কথা বলেননি টলিউডের স্পষ্টবাদী অভিনেত্রী।

পাল্টা স্বস্তিকার মন্তব্য, “বলিউড তারকারা নিজেদের ছবির প্রচার করতে সারা দেশে ঘুরে বেড়ান। শাহরুখ খানও কলকাতায় এসেছেন প্রায় তাঁর প্রতিটা সিনেমার প্রচারে। মঞ্চে উঠে নাচতেও দেখেছি। আমি শুধু নিজের শহরটুকুতে প্রচার করছি। কারণ এইটুকি জায়গাতেই তাও কিছু হলে আমরা এখনও যুদ্ধ করে টিকে আছি। সেখানেই যাচ্ছি। তাতে সমস্যা কোথায়?” এক নেটিজেন বলেছিলেন, এইভাবে সিনেমা চলে না। তাঁকেও অবশ্য ক্ষুরধার জবাব দিলেন নায়িকা। স্বস্তিকার সাফ কথা, “দাদা সিনেমা চালিয়ে ছাড়ব। এত চিন্তা করেন কেন? নারীশক্তি জিন্দাবাদ।”

টলিপাড়ার ‘শ্রীমতি’ পাশাপাশি এও যোগ করেন যে, “সিনেমা দেখতে আসুন, আমার মুখ দেখতে আসুন, এলেই তো হল। জঘন্য একটা সিনেমা হলে দর্শকরা কি ছেড়ে দিতেন? বাংলা ছবির মাথায় ছাতা ধরতে বলছি না। আমি আমার নিজের মাথায় ছাতা ধরছি।” দর্শক-অনুরাগীদের আশ্বাস দেন, “সামনের সপ্তাহে যদি নন্দনে শ্রীমতি থাকে, আশা করছি থাকবে, তাহলে যাব আরেক দিন, আপনাদের জন্য। মা কালীর দিব্যি..!”

প্রসঙ্গত, সম্প্রতি শ্রীমতি’র হলে স্লট পাওয়া নিয়ে ডিস্ট্রিবিউটার তথা প্রযোজনা সংস্থা এসভিএফকে তুলোধনা করেন স্বস্তিকা। ‘শ্রীমতি’র স্লট কেন কমিয়ে দেওয়া হল? সেই ফান্ডাটাই বাতলেছেন তিনি। বলেন, “আমাদের ডিস্ট্রিবিউটার SVF। তাদের নিজেদের প্রযোজিত ছবি ‘কুলের আচার’ রিলিজ করেছে শুক্রবার। তাই সব ভাল শো তাদের। এটাই তো হয়ে এসেছে, এটাই হবে।”

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Swastika mukherjees viral post on shrimati