Swastika-Param : 'নির্লজ্জ!' দুই প্রাক্তন পরম-সৃজিতের বাহুডোরে আহ্লাদে আটখানা স্বস্তিকা

Param-Swastika: এসব কী হচ্ছে? অভিনেত্রীর আকর্ষণ পাওয়ার ইচ্ছে দেখে রেগে আগুন...

Param-Swastika: এসব কী হচ্ছে? অভিনেত্রীর আকর্ষণ পাওয়ার ইচ্ছে দেখে রেগে আগুন...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Swastika Parambrata srijit played and laughed with each other

Swastika-Param: স্বস্তিকা-পরমের কাণ্ডে হইচই...

স্বস্তিকা মুখোপাধ্যায় এবং পরমব্রত,  পুরনো এই জুটি নিয়ে আলোচনা চলছে প্রচুর। কারণ, পরমের সঙ্গে তাঁর সম্পর্ক। দীর্ঘদিন পর, সেই নিয়ে চর্চা আর গতকাল রাতের পর থেকে সেই চর্চা তুঙ্গে।

Advertisment

সৃজিত ( Srijit Mukherjee) এবং পরমের ( Parambrata Chatterjee)  সঙ্গে স্বস্তিকার ( Swastika Mukherjee)  কেমিস্ট্রি দেখে অনেকেই ছিঃ ছিঃ করছেন। টলিপাড়ায় এমনিও সম্পর্কের গুঞ্জন সহজেই রটে। তবে, অভিনেত্রীর গতকাল রাতে পরম এবং সৃজিতের সঙ্গে আহ্লাদে আটখানা নাচ দেখে নানা কথা নানা মন্তব্য। কখনও তিনি পরমকে জড়িয়ে ধরে মুহূর্ত শেয়ার করলেন। আবার কখনও ঘোমটা টেনে সৃজিতের সঙ্গে নাচতে দেখা গেল তাঁকে।

Advertisment

আরও পড়ুন - Bigg Boss 17: মান্নারার ঘরে অবাধ যাতায়াত, অঙ্কিতার ছায়া দেখলেও জ্বলছে ভিকির! চূড়ান্ত দ্বন্দ্ব বিগ বসে..

পরনে, বেগুনি রঙের শাড়ি। একদম ভিন্ন স্বাদের সাজলেন অভিনেত্রী। সঙ্গে পরম এবং সৃজিতের যুগলবন্দী। ত্রয়ী মিলে যা আসর বসালেন মুগ্ধ হয়ে দেখলেন সকলে। আবার, এই দৃশ্য দেখেই অনেকে রেগে আগুন। পরমের নতুন বিয়ের পর, আবার স্বস্তিকার সঙ্গে মাখোমাখো ভাব? সৃজিত তো ছিলেনই। তিনজনের একটি ছবি শেয়ার করে পরিচালক লিখেছিলেন - আবার এক মুহূর্তের সৃষ্টি করলাম আমরা।

এদিকে, অনুরাগীরা রেগে বোম্ব। স্বস্তিকার হাবভাব অনেকেরই পছন্দ হয়নি। কেউ বললেন, এটা বন্ধুত্ব দেখানো নাকি শো অফ! আবার কারওর কথায়, স্বস্তিকা জানেন কি করে অ্যাটেনশন পেতে হয়। আবার কেউ বললেন, পরমের নতুন টার্গেট নাকি।

প্রাক্তনদের সঙ্গেও যে এতভাল সম্পর্ক রাখা যায় সেকথা নাকি অনেকেই আগে জানতেন না। লজ্জা শরমের মাথা খেয়েছেন? কেউ কেউ বলেন, প্রাক্তন নিয়ে লোপালুপি এই প্রথম দেখলাম।

bollywood tollywood Swastika Mukherjee parambarata chatterjee Srijit Mukherji Entertainment News