ছেলের মায়েদের কাছে বিবাহযোগ্যা হয়ে ওঠার দৌড়ে পিছিয়ে পড়ছে টুকু। বিয়ে একটি মেয়ের জীবনে সবোর্চ্চ প্রাপ্তি - এমনই ভেবে নেওয়া এক দুশ্চিন্তাগ্রস্ত মা, অসহায় বোন ও বাবার কপালের ভাঁজ নিয়ে থেমে থাকা টুকুর। এমনই এক মধ্যবিত্তের এগিয়ে চলার গল্প বলবেন পরিচালক শিলাদিত্য মৌলিক। শীতের বৈপরিত্যের মাঝে মুক্তি পেল 'সোয়েটার' ছবির ট্রেলার। ঘটনাচক্রে এদিন ছিল পর্দার টুকু অর্থাৎ ইশার জন্মদিন।
সেই কতকাল থেকে টুকু শুনে আসছে, সে কিছুই পারে না। প্রেমিকের ধমক, পাত্রী দেখতে আসা পাত্রপক্ষের প্রত্যাখান সহ্য করতে করতে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার উপক্রম। তখনই আসে এক মহিলার অদ্ভুত শর্ত। সোয়েটার বুনতে পারলে তবেই বিয়ে হবে তার। এখান থেকে উত্তরণের যাত্রা শুরু হয় টুকুর। আত্মবিশ্বাসে ভর করে মধ্যবিত্ত মূল্যবোধের জোরে আত্মবিশ্বাসী হওয়ার যাত্রা শুরু হয় তার। এরই মধ্যে জীবনে আসে এক নতুন পুরুষ। তারপর? গল্পের মোড় কোথায় গিয়ে দাঁড়ায়, তাই নিয়েই ছবি 'সোয়েটার'।
জয়িতা সেনগুপ্তের ছোটগল্প 'উল কাঁটা' থেকেই সোয়েটারের সূত্রপাত। ছবিতে শাশুড়ির চরিত্রে জুন মালিয়া, টুকুর বাবার ভূমিকায় খরাজ মুখোপাধ্যায়, এবং বিশেষ চরিত্রে দেখা যাবে শ্রীলেখা মিত্রকে। এছাড়াও রয়েছেন সৌরভ দাস ও পর্দায় টুকুর বোন অনুরাধা মুখোপাধ্যায়। রয়েছেন পরিচিত টেলিভিশন অভিনেতা ফারহান ইমরোজ। সঙ্গীত পরিচালনা করছেন অনিন্দ্য চট্টোপাধ্যায় ও রণজয় ভট্টাচার্য। প্রমোদ ফিল্মস, পিএসএস এন্টারটেইনমেন্ট প্রযোজিত 'সোয়েটার' মুক্তি পেতে পারে আগামী মার্চে।