Advertisment

Sweta-Rubel: শ্বেতাকে জন্মদিনে মহা মূল্যবান উপহার দিলেন রুবেল, আনন্দে চোখে জল অভিনেত্রীর...

Rubel-Sweta: দীর্ঘদিনের প্রেম, শ্বেতাকে উপহার দিলেন এক দারুণ মুহূর্ত। রুবেল যেভাবে তাঁকে স্পেশ্যাল ফিল করালেন তাতে চোখে জল অভিনেত্রীর... বললেন, ' তুমি আমার জীবনের সেরা উপহার। এরকম ভাবেই থেকো।'

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
rubel sweta

Rubel-Sweta: শ্বেতার জন্মদিনে কী দিলেন রুবেল?

 টেলিভিশনের কাজ থেকে প্রেম শুরু, একসঙ্গে দিব্যি ভাল আছেন শ্বেতা ও রুবেল। তাঁর পাশাপাশি, দুজনের প্রেম গড়িয়েছে জলের মতো। কোনও বাঁধা না মেনে তাঁরা একসঙ্গে দিব্যি ভাল আছেন।

Advertisment

আর আজ রুবেল ও শ্বেতার সম্পর্কের অর্থ একদম জলের মতো স্বচ্ছ। অভিনেত্রীর জন্মদিনে, রুবেল যা লিখলেন, তাতে কেঁদে ফেললেন তিনি। প্রেমিকার মন ভাল করতে নিজে হাতে চিঠি লিখলেন তিনি। সঙ্গে রুবেলের সবথেকে যেটা বড় অস্ত্র, অর্থাৎ নাচ, নেচে প্রেয়সীর মন জয় করে নিলেন। আর মনের মানুষকে এত একাগ্রতার সঙ্গে নাচতে দেখে শ্বেতা যেন কী বলবেন বুঝে উঠতে পারছেন না।

পরনে লাল রঙের পোশাক। সুন্দর করে সাজানো চারপাশে। জন্মদিনের কেক কাটার পাশাপাশি যে ফ্রেম দেখা গেল তাতে বেশ কয়েকটি পুরোনো দিনের ছবি রেখেছিলেন রুবেল। শ্বেতা যেন বিশ্বাস করতে পারলেন না চারপাশের পরিস্থিতি। শ্বেতা লিখলেন....

"আমার জন্মদিনের সেরা উপহার তোর লেখা চিঠি আর আমাকে ডেডিকেট করে তোর করা নাচ। বাবাই সত্যি আমি তোর জীবনে এতটা স্পেশাল!!?? আমাকে যে জায়গাটা দিয়েছিস আমি তার মূল্য রখবো বাবাই, কথা দিলাম। আর একটা কথা, এই ভাবেই ভালোবাসিস। এই ভাবেই পাশে থাকিস। তোকেও আগলে রাখবো।"

অন্যদিকে, শ্বেতার কপালে স্নেহচুম্বন এঁকে দিলেন তিনি। বললেন, 'তুমি আমার জীবনের সেরা উপহার। এরকম ভাবেই থেকো।'

tollywood Tollywood Television star tollywood news Tollywood Actress Rubel das
Advertisment