Sweta-Rubel: বিয়ের ১ মাস হতেই বউ শ্বেতাকে নিয়ে কই গেলেন রুবেল? দেখালেন ছবি..

Sweta and Rubel: বিয়ের এক মাস অতিবাহিত। আর দুজনে যে দারুণ সুখে সংসার করছেন একথা বলাই যায়। হবে না ই বা কেন? দীর্ঘদিনের প্রেম যখন দাম্পত্যে পরিণত হয়, তখন ...

Sweta and Rubel: বিয়ের এক মাস অতিবাহিত। আর দুজনে যে দারুণ সুখে সংসার করছেন একথা বলাই যায়। হবে না ই বা কেন? দীর্ঘদিনের প্রেম যখন দাম্পত্যে পরিণত হয়, তখন ...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
sweta-rubel one month anniversary

Sweta-Rubel: বিয়ের ১ মাস পরেই কোথায় গেলেন তাঁরা? Photograph: (Instagram)

Sweta and Rubel: শ্বেতা এবং রুবেল দুই তারকার বিয়ে নিয়ে এক মাস আগেও আলোচনা ছিল তুঙ্গে। সে সময় বৈদিক বিবাহের মাধ্যমে একে অপরের জীবনে সাত জন্মের জন্য জুড়ে গিয়েছিলেন। তাঁদের বিয়ের নানা রিচুয়াল প্রকাশ্যে এসেছিল। ইন্ডাস্ট্রির অনেকেই হাজির হয়েছিলেন তাঁদের বিয়েতে। 

Advertisment

বিয়ের এক মাস অতিবাহিত। আর দুজনে যে দারুণ সুখে সংসার করছেন একথা বলাই যায়। হবে না ই বা কেন? দীর্ঘদিনের প্রেম যখন দাম্পত্যে পরিণত হয়, তখন সেই সম্পর্ক শুরু থেকেই আলদা থাকে। আর বিয়ের এক মাস পূরণ হতেই বউকে নিয়ে কোথায় গেলেন? নতুন বউকে নিয়ে একটু আহ্লাদ না করলেই নয়। সেরকমই দেখা গেল সমাজ মাধ্যমে। 

Advertisment

নতুন মিষ্টি বউটিকে নিয়ে তিনি গেলেন একটু আমোদপ্রমোদ করতে। নব্য বিবাহিতদের একসঙ্গে সময় কাটানোর শুধু হুজুগ লাগে। আর নতুন নতুন বিয়েতে একটু আধটু আহ্লাদ চলেই। রুবেল সমাজ মাধ্যমে তাঁদের ফার্স্ট মান্থ অ্যানিভারসারির থেকে বেশ কয়েকটি ছবি আপলোড করেছেন। যেখানে রুবেলের বাহুডোরে দেখা গেল শ্বেতাকে। 

অভিনেতার সেই ছবি দেখলে বোঝাই যাচ্ছে, রোম্যান্টিক একটি ডিনারে গিয়েছিলেন তিনি। খাবারের সঙ্গে সঙ্গে আইসক্রিমও ছিল। রুবেল সেই ছবি শেয়ার করে লিখলেন.."একটা মাস বিয়ের হল, তাই একটু বউ এর সাথে খাওয়া দাওয়া না করলে হয় নাকি ?" 

এদিকে, তাঁদেরকে একসঙ্গে দেখে আনন্দে আত্মহারা তাঁদের ভক্তরা। বেশিরভাগই তাঁদের জুটির প্রশংসা করলেন। একদিকে, বিয়ের কিছুদিনের মধ্যেই তাঁরা শুটিং-এ ফিরেছেন। অন্যদিকে, কিছুদিন আগেই সোনার সংসারেও গিয়েছিলেন তারা, সেখানেও তাঁদের বন্ধুত্ব এবং প্রেম দেখে বাহ বাহ করেছেন সকলে।

Rubel das Sweta Bhattacharya rubel sweta wedding, rubel sweta marriage