Advertisment

Sweta-Rubel: পর্দার স্বামী রণজয়ের সঙ্গে কেমন সম্পর্ক বাস্তবের সঙ্গী রুবেলের, গতকাল শ্বেতার বিয়েতেই মিলল প্রমাণ..

Ranajay Vishnu with Sweta - Rubel: শ্বেতা - রুবেলের বিয়েতে দেখা গেল, অভিনেতা রণজয় বিষ্ণুকে। রণ, শ্বেতার সঙ্গে কোন গোপনে মন ভেসেছে, ধারবাহিকে দীর্ঘদিন কাজ করেছেন।

author-image
Anurupa Chakraborty
New Update
ranojay-sweta, rubel das

Rubel-Sweta: বিয়েতে রণজয়ের সঙ্গে যা করলেন রুবেল... Photograph: (Instagram)

Sweta-Rubel Marriage: গতকাল বিয়ে করেছেন শ্বেতা-রুবেল। বৈদিক মতে গাঁটছড়া বেঁধেছেন তাঁরা। দুই তারকার প্রেমের কথা সারা টলিউড থেকে অনুরাগীরা, সকলেই জানতেন। আর গতকাল পরিণতি পেল তাঁদের প্রেম। দুই তারকার বিয়েতে হাজির হয়েছিলেন, অনেকেই। বিশেষ করে তাঁদের সিরিয়ালের সহ-অভিনেতারা। 

Advertisment

শ্বেতা -  রুবেলের বিয়েতে দেখা গেল, অভিনেতা রণজয় বিষ্ণুকে। রণ, শ্বেতার সঙ্গে কোন গোপনে মন ভেসেছে, ধারবাহিকে দীর্ঘদিন কাজ করেছেন। শ্যামলী এবং অনিকেত জুটি প্রথম দিকে মন কাড়লেও, বর্তমানে গল্প এমন দিকে মোড় নিয়েছে, যে  অনেকেই বেশ তিতিবিরক্ত। তাই অন্সক্রিন নায়িকা এবং বন্ধুর বিয়েতে তিনি আসবেন না? একেবারেই তাই হয় না। 

পরনে লাল রঙের বেনারসি, সাবেকি সাজ, শ্বেতা ( Sweta Bhattacharya ) এবং রুবেলের ( Rubel Das ) বৈদিক বিয়েতে দেখা গেল নেচে নেচে বিয়ে করতে ঢুকছেন বর। কখনও বউকে কোলে তুলে নাচলেন, আবার কখনও দেখা গেল তাঁর সামনে হাঁটু গেড়ে বসে  অপলক দৃষ্টিতে চেয়ে রইলেন। আর রণজয়কে দেখা গেল কালো রঙের শেরওয়ানিতে। রুবেল এবং শ্বেতার সঙ্গে ছবি তুলতে যেতেই দেখা গেল মজার মুহূর্ত। এর আগে, এমন একটি দৃশ্য দেখা গিয়েছিল শ্রীপর্ণার বিয়েতে। 

Advertisment

তখন, গৌরব চট্টোপাধ্যায় যিনি পর্দায় শ্রীপর্ণার স্বামী হিসেবে অভিনয় করছিলেন, তাঁকে দেখা গিয়েছিল অভিনেত্রীর আসল বরের জোর ঠিক করতে। আর, এবার রণজয়, যিনি পর্দায় শ্বেতার বর, তাঁকে দেখা গেল হাসিমুখে নব দম্পতিকে শুভেচ্ছা জানাতে। রণকে দেখেই এগিয়েন এলেন রুবেল। এবং তাঁকে দেখা গেল রণকে সামনে, শ্বেতার পাশে দাঁড়ানোর জন্য জোড় করছেন তিনি। কিন্তু নাছোড়বান্দা রণ নিজেও। অবশেষে রুবেলের জেদের কাছে হার মানলেন তিনি। 

উল্লেখ্য, শ্বেতা এবং রুবেলের বিয়েতে হাজির ছিলেন অনেকেই। তাঁর মধ্যে পরিচালক অভিজিৎ সেন অন্যতম। তাঁর সঙ্গে প্রজাপতি ছবিতে কাজ করেছিলেন অভিনেত্রী। 

tollywood tollywood news Tollywood Actress ranojoy vishnu Rubel das Sweta Bhattacharya rubel sweta wedding, rubel sweta marriage
Advertisment