/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/12/dodo.jpg)
আসছে তাঁদের নতুন সিরিজ
অভিনেত্রী স্বীকৃতি এবং অর্পণের জুটি সকলের বেশ পছন্দ। একবার সিরিয়ালে মনোরঞ্জন করার বেশ অল্পদিনের মধ্যেই তারা জুটি বেঁধেছেন নতুন সিরিজের জন্য। রাজা রানী এবং রোমিও শীঘ্রই আসতে চলেছে পর্দায়।
একদম, অন্যরকম হতে চলেছে এই সিরিজ। আর সিরিজের প্রমোশন করতেও তারা দ্বিধা রাখছেন না। ২৯ ডিসেম্বর থেকে সিরিজটি দেখা যাবে। তাঁর আগেই কমেন্টের রিপ্লাই দিতে শুরু করলেন তারা। আর অদ্ভুত সব কমেন্ট দেখে তারা অবাক। কেন? স্বীকৃতির উদ্দেশ্যে এমন কিছু মন্তব্য তারা করেছেন যে অর্পণ নিজেও নিজের হাসি ধরে রাখতে পারলেন না। আর, অন্যদিকে অভিনেত্রী...
টেলিভিশনের নায়িকা তিনি। বেশ জনপ্রিয়। সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের ছবি আপলোড করেই থাকেন। সব ছবি যে সকলের পছন্দ হবে এমনটা নিশ্চই না। ফলেই, মানুষের মন্তব্যের শেষ নেই। সেখানেই এক ব্যক্তির বক্তব্য... জামাকাপড় ছাড়া পিক দেওয়ার কী আছে? অর্ধেক না দিয়ে সম্পূর্ন দিলেই তো হত। এটুকু শুনেই হেসে গড়ালেন অর্পণ। কী বলবেন যেন ভেবে পাচ্ছেন না। কিন্তু, অভিনেত্রী...
সোজা জবাবে বলেন, "নিশ্চই সম্পূর্ন দিলেই হত। এই জন্যই জিম টিম যাচ্ছি। যেদিন বডিটা সেরকম হয়ে যাবে সেদিন সম্পূর্ন ছবিটা দিয়ে দেব। চিন্তা নেই। এটা এমন কিছু ব্যাপার না।" সমস্ত বিষয়টা শুনেই অর্পণ এবার ফোড়ন কাটলেন। তাঁর কথায়, উনি খুব চিন্তিত এই একটা বিষয় নিয়ে।
উল্লেখ্য, ডোডো এবং মৌ এই দুই নামেই তাঁরা জনপ্রিয়। শুধু তাই না, তাদের রোম্যান্স দেখতে ভালবাসতেন গোটা বাংলার মানুষ। যদিও তার মাত্রা খুবই কম ছিল। তারপর, দর্শকদের আর বেশিদিন অপেক্ষা করতে হল না। এবার, আবার নতুন শুরু তাদের। উত্তেজনায় ফুটছেন অনুরাগীরা।