New Update
/indian-express-bangla/media/media_files/ruEAYEvIj1Aiv8caF2N4.jpg)
Swakriti Majumder Wedding: বিয়ে করলেন স্বীকৃতি...
Swikriti Majumder news: টলিউডের অন্দরে, একাধিক বিয়ের খবর। জানা যাচ্ছে, স্বীকৃতি বিয়ে করেছেন। খেলাঘর থেকে মেয়েবেলা অনেক সিরিয়ালে কাজ করছেন। তারপর...
Swakriti Majumder Wedding: বিয়ে করলেন স্বীকৃতি...
টলিপাড়া যেখানে ব্যস্ত অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়ের বিয়ে নিয়ে, সেখানে যাচ্ছে আরেক নায়িকা স্বীকৃতি মজুমদার, আড়ালে আবডালে নিজের জীবনের বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। তিনি নাকি বিয়ে করেছেন।
সমাজ মাধ্যমে ভাইরাল তাঁর বিয়ের ছবি। পরনে সাদা এবং লাল রঙের শাড়ি, অভিনেত্রীর বিয়েতে ছিল তামঝাম। তাঁকে দেখা গেল হাতে গাছ কৌটো, মাথায় শোলার মুকুট পরে। অভিনেত্রীর বিয়ের ছবি ভাইরাল হতেই শোরগোল। কারণ, সমাজ মাধ্যমে তিনি এখনও অবধি এই নিয়ে কিছুই বলেননি।
জানা যাচ্ছে, তাঁর স্বামী অভিনেতা নন, নাম রাহুল। কানাঘুষো, খবর এমনি তিনি সেপ্টেম্বর মাসেই নাকি সকলকে লুকিয়ে বিয়ে করেছেন তিনি। শুরুটা হয়েছিল খেলাঘর সিরিয়াল দিয়ে। কিন্তু, চূড়ান্ত জনপ্রিয়তা লাভ করেন ডোডো দার মৌ হিসেবে মেয়েবেলা সিরিয়ালে। শেষে দেখা গিয়েছে আলোর কোলে ধারাবাহিকে। অভিনেত্রী, এমনি সোশ্যাল মিডিয়ায় সক্রিয়। কিন্তু তিনি ঘুরতেও বেশ ভালবাসেন। শুধু তাঁর বিয়ের ছবি না, বরং রিসেপশনের ছবিও ভাইরাল হয়েছে।
অন্যদিকে অভিনেত্রীর স্বামী হয়তো অবাঙালি, তাই সেই মতেই বিয়ে হল তাঁর। কিন্তু, প্রশ্ন উঠছে অনেক। কেউ কেউ বলছেন, ইন্ডাস্ট্রির কেউ সেখানে উপস্থিত ছিলেন না। তাহলে কি কাউকে জানান নি তিনি?
উল্লেখ্য, অভিনেত্রী সিরিয়ালের সঙ্গে সঙ্গে সিরিজেও বেশ নজর কেড়েছেন। সাহেব বিবি গোলাম সিরিজে অর্পণের সঙ্গে জুটি বেঁধেছিলেন। সেই সিরিজেও গায়েত্রীর ভূমিকায় দেখা যায় তাঁকে। অন্যদিকে, টলিউডের অন্দরে এখন রূপসা ও সায়নদীপের বিয়ে নিয়েই তারকাদের উপস্থিতি দেখা গিয়েছিল।