সিপাহীর কাছে দেশপ্রেমই সংকল্প! মুক্তি পেল ভুজ: দা প্রাইড অফ ইন্ডিয়ার প্রথম ঝলক, দেখুন

Ajay Devgan: অভিষেক দুধাইয়া পরিচালিত এই ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, সোনাক্ষি সিনহা, নোরা ফাতেহি এবং শরদ কেলকর।

Ajay Devgan: অভিষেক দুধাইয়া পরিচালিত এই ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, সোনাক্ষি সিনহা, নোরা ফাতেহি এবং শরদ কেলকর।

author-image
IE Bangla Web Desk
New Update
Bhuj, Ajay Devgan, IAF

ছবির পোস্টার।

প্রতীক্ষার অপেক্ষায় ভুজ: দা প্রাইড অফ ইন্ডিয়া। ডিজনি+হটস্টারে এই ছবির মুক্তিতে সায় দিয়েছে প্রযোজনা সংস্থা টি-সিরিজ এবং অজয় দেবগণ ফিল্মস। রবিবার ছবির টিজার বা প্রথম ঝলক প্রকাশিত হয়েছে। দেশপ্রেম আবেগকে উসকে এই ছবি এক বায়ুসেনা কর্মীর কর্মনিষ্ঠাকে তুলে ধরেছে। আইএএফ স্কোয়াড্রন বিজয় কার্নিকের জীবনী এই ছবির অনুপ্রেরণা। এমনটাই প্রযোজনা সংস্থা সূত্রে দফতর। শত্রু হামলায় ধ্বংস ভুজ বিমানবন্দরকে কীভাবে স্থানীয় মাধোপুর গ্রামের ৩০০ মহিলার সাহায্য নতুন ভাবে গড়ে তুলবেন এই বায়ুসেনা আধিকারিক।সেটাই ভুজ: দা প্রাইড অফ ইন্ডিয়ার চিত্রনাট্য।

Advertisment

এদিন মুক্তি পাওয়া টিজারের শেষে অজয় দেবগণ নিজেকে দেশরক্ষার এক সিপাহী হিসেবে তুলে ধরবেন। রোমাঞ্চ, অ্যাকশন, আবেগ, দেশপ্রেম এবং ভুজবাসীর ঐক্য, এই টিজারে ধরা পড়েছে। অভিষেক দুধাইয়া পরিচালিত এই ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, সোনাক্ষি সিনহা, নোরা ফাতেহি এবং শরদ কেলকর। চলতি বছর ১৩ অগাস্ট ডিজনি+ হটস্টারে মুক্তি পাবে এই ছবি।

Advertisment

এই বছরই দেশের ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপনের সূচনা অনুষ্ঠান। তাই সেই উদযাপনকে উপলক্ষ্য করেই ১৩ অগাস্ট ছবি মুক্তি। এমনটাই জানিয়েছেন টি-সিরিজ কর্ণধার ভূষণ কুমার।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

IAF Ajay Devgn Bhuj