Gurucharan Singh Health Update: তারক মেহতা কা উলটা চশমায় রোশন সিং সোধির চরিত্রে অভিনয় করে দারুণ জনপ্রিয়তা অর্জন করেছিলেন। এই মুহূর্তে রূপোলি দুনিয়া থেকে দূরে রয়েছেন ছোট পর্দার এই জনপ্রিয় অভিনেতা। গত বছর আচমকা গায়েব হয়ে গিয়েছিলেন। সেই নিয়ে তো একেবারে তোলপাড়। ফের ৭ জানুয়ারি পেজ থ্রি-র খবরে তারক মেহতার সোধি ওরফে গুরুচরণ সিং।
একটি ভিডিও পোস্ট করে শারীরিক অবস্থার আপডেট ছিলেন ভক্তদের। অভিনেতা জানান, তিনি একেবারেই ভাল নেই। অবস্থা খুবই আশঙ্কাজনক। গুরুচরণের কাছের বন্ধু ভক্তি সোনি যা জানালেন শুনে চমকে যাবেন। তিনি বলেন, অভিনেতা এতটাই অসুস্থ যে হাসপাতালে ভর্তি রয়েছেন।
ভিকি লালওয়ানিকে ভক্তি সোনি জানিয়েছেন, 'গুরুচরণ সিং নিখোঁজ হওয়ার পর যে বাড়ি ফিরেছেন, তারপর থেকে আর কিছু খাননি। ২০২৪-এর ২২ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন। ২৬ দিন পর অর্থাৎ ১৭ মে বাড়ি ফেরেন তিনি। তখন থেকে কোনও খাবার মুখে তোলেননি। তরলের উপরই বেঁচে রয়েছেন। আর ১৯ দিন হল জলও ছুঁয়ে দেখেননি। এর ফলেই দুর্বল হয়ে পড়েছেন। অগত্যা হাসপাতালে ভর্তি করা ছাড়া আর কোনও উপায় ছিল না।'
গুরুচরণের বন্ধু আরও জানান, 'গত বছর নিখোঁজ হওয়ার আগে থেকে ই অসুস্থ ছিলেন। সেই জন্য পরিবারের সকলে আরও বেশি চিন্তিত। বাড়ি ফেরার পর নতুন কাজের সন্ধানে ছিলেন। কিন্তু, কোনও উত্তর না পেয়ে হতাশ হয়ে পড়েন। রাগে -দুঃখে খাওয়াদাওয়া, জল পর্যন্ত ছেড়ে দিয়েছেন। গুরুচরণ আধ্যাত্মিক মানুষ। যখন নিখোঁজ হয়ে গিয়েছিলেন তখন হিমালয়ে চলে যেতে চেয়েছিলেন। শুধুমাত্র গুরুর পোন পেয়ে ফিরে এসেছেন। তারপর গুরুর দেখানো পথেই চলছিলেন। গুরুচরণ সন্ন্যাস গ্রহণ করতে চেয়েছিলেন।'
এই মুহূর্তে কেমন আছেন তারক মেহতার রোশন সিং সোধি? অভিনেতার বন্ধু জানান, চিকিৎসকের কথা একেবারেই শুনছেন না। যেটা নিজে ভাল মনে করছেন সেটাই করছেন। সকলে চেষ্টা করে চলেছে তাঁকে জল খাওয়ানোর। কিন্তু, কিছুতেই রাজি হচ্ছেন না।