/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/08/vijay.jpg)
তামান্না-বিজয়
অভিনেত্রীর সঙ্গে প্রেম করতে গেলে অসুবিধা কোথায়? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে রণবীর সিং বলেছিলেন ক্যামেরার থেকে বড় বিপদ আর কিছু নেই। এবার সেই ক্যমেরার চক্করে নাজেহাল বিজয় বর্মা।
তথাকথিত সুন্দরী অভিনেত্রী তামান্না ভাটিয়ার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তিনি। এরপর থেকেই ক্যমেরার নজর, তার ওপর। কেউ কেউ তো ভয়ঙ্কর প্রশ্ন করেছেন, তম্মানার সঙ্গে তাঁর প্রেম হল কী করে এই নিয়েও জিজ্ঞাস্য ছিল তাঁদের। কিন্তু, এই সমস্ত বিষয়টাই বেশ সমস্যা সৃষ্টি করছে বিজয়ের মনে। সুপার স্টারডম ফেস করেননি বিজয়। এদিকে, তামান্না দক্ষিণের চরম জনপ্রিয় একজন অভিনেত্রী। বিজয় কীভাবে মানিয়ে নিচ্ছেন সবকিছু?
বিজয় এক সাক্ষাৎকারে বললেন, "চাওয়া পাওয়ায় বন্দী একটা কাপল যেমন হয় আমাদের প্রতি লোকজনের ধারণা ঠিক তেমন ছিল। কিন্তু, যখন প্রাথমিকভাবে কিছু ভাবতে শুরু করলাম খুব মুশকিল পড়েছিলাম। আমি একা যেতাম সর্বত্র, সেখানে কোনও মনোযোগ ছিল না কারওর। এখন যেখানেই আমরা যাই মানুষের আগ্রহ থাকে, তারা সেদিকে নজর দিয়ে বসে থাকেন।"
আরও পড়ুন - ‘স্বাধীনতার নামে ক্রাইম খুব মারাত্মক…’, যাদবপুর কাণ্ডে সরব প্রাক্তনী-অভিনেত্রী পায়েল
একজন তারকার পক্ষে প্রাইভেসি বজায় রাখা খুব কষ্টের। তাঁদের ব্যাক্তিগত জীবন নিয়েই মানুষের আগ্রহ সবথেকে বেশি। সারাদিন ক্যামেরাবন্দি জীবনে অসুবিধা হচ্ছে না? বিজয় বললেন, "আমি একদম অভ্যস্ত নয়, মেনে নিতেও পারছি না। কিন্তু সত্যি বলতে গেলে কিছু করার নেই। তাই ধীরে ধীরে সাবলীল হওয়ার চেষ্টা করছি।"
উল্লেখ্য, লাস্ট স্টোরিজ ২ এ একসঙ্গে অভিনয় করেছেন তাঁরা। নতুন বছরের শুরুতে তাঁদের প্রেম প্রকাশ্যে আসে। একে অপরকে জড়িয়ে চুমু খেতে দেখা গিয়েছিল তাঁদের। তারপর আর রাখঢাক করেননি দুজনেই।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us