New Update
/indian-express-bangla/media/media_files/2025/03/04/j8aj2ng2IFeHLUelHuWs.jpg)
দুবছরের প্রেমের সম্পর্কে ইতি!
দুবছরের প্রেমের সম্পর্কে ইতি!
Vijay-Tamannaah Realtionship: ইন্ডাস্ট্রির 'পাওয়ার কাপল' হিসেবেই সকলের কাছে পরিচিত তামান্না ভাটিয়া ও বিজয় বর্মা। তাঁরা বিয়ের পরিকল্পনা করছেন বলেও কানাঘুষো শোনা যাচ্ছিল। কিন্তু, লেটেস্ট মিডিয়া রিপোর্ট মোতাবেক, এক সপ্তাহ আগেই আলাদা হয়েছে দুজনের পথ। একে অপরের প্রতি সম্মান বজায় রেখেই সিদ্ধান্ত নিয়েছেন বলে খবর। প্রেমিক-প্রেমিকার সম্পর্ক ভাঙলেও বন্ধুত্ব কোনওদিন নষ্ট করবেন না। সোশ্যাল মিডিয়া থেকে দুজনের লাভিডাভি ছবিও সরিয়ে নিয়েছেন তামান্না-বিজয়।
তবে ব্র্যান্ডের ছবি প্রোফাইলে বর্তমান। প্রাক্তন প্রেমিকযুগলের ঘনিষ্ঠ সূত্রের দাবি, 'তামান্না ভাটিয়া ও বিজয় বর্মা এক সপ্তাহ আগেই আলাদা হয়ে গিয়েছেন। তবে তাঁরা বন্ধু হিসেবে একে অপরের পাশে থাকবেন। দুজনেই কর্মক্ষেত্রে নিজেদের শিডিউল অনুযায়ী কাজ করছেন।' যদিও অনুষ্ঠানিকভাবে তাঁরা বিচ্ছেদের খবরে সিলমোহর দেননি।
২০২২ থেকেই নাকি সম্পর্কে ছিলেন তামান্না-বিজয়। ২০২৩-এ লাস্ট স্টোরিজ ২ মুক্তির পর প্রকাশ্যে হাত ধরে ক্যামেরায় পোজ দিয়ে সম্পর্কে সিলমোহর দেন। এই সিনেমার শুটিং সেটেই একে অপরের কাছাকাছি আসেন বিজয়-তামান্না। বিভিন্ন সময় সেলেব পাপারাৎজ্জিদের ক্যামেরাবন্দি হয়েছে যুগলের ছবি। একসঙ্গে কোয়ালিটি সময় কাটানোর মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিতেন।
তবে ব্যক্তিগত জীবনকে খুব একটা লাইমলাইটে আনতে পছন্দ করতেন না প্রাক্তন লাভবার্ডস। দুবছর সম্পর্কে থাকার পরই প্রেমে পড়ল ইতি! গত জানুয়ারিতেই তামান্না আর বিজয় একসঙ্গে রবিনা ট্যান্ডনের মেয়ে রাসা ও অজয় দেবগনের ছেলে আমনের ডেবিউ মুভি আজাদের প্রিমিয়ারে গিয়েছিলেন। সেখানেও তাঁদের অফ স্ক্রিন কেমেস্ট্রি দিল জিতে নিয়েছিল জুটির ভক্তদের।
বিজয়-তামান্না দুজনেইরাসার সঙ্গে ইনস্টাগ্রামে মজার রিল বানিয়েছিলেন। ২০২৪-এর শেষের দিকে ফ্যাশন ডিজাইনার মণিশ মলহোত্রার বাড়ির বাইরেও সেলেব প্যাপেদের লেন্সবন্দি হয়েছিলেন দুজনে। সেই সময় তাঁদের বিয়ের গুঞ্জনও শোনা গিয়েছিল।
গত ডিসেম্বরে বিজয়ের সঙ্গে গোয়ায় জন্মদিনও সেলিব্রেট করেছিলেন তামান্না ভাটিয়া। ২০২৩-এ লাস্ট স্টোরিজ ২-এর প্রচারের সময় বিজয়ের সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করে নিয়েছিলেন। ঠিক একইভাবে সাম্প্রতিক অতীতে এক সাক্ষাৎকারে বিজয় বলেছিলেন, তিনি কোনওদিনই সম্পর্ক লুকানোর পক্ষপাতী নন। তাঁরা যদি দুজনে ভাল থাকেন তাহলে তো গোপন করার কোনও প্রশ্নই নেই।