Tamannaah-Vijay News:দুবছর সম্পর্কে থাকার পর আলাদা হয়েছে বিজয় বর্মা ও তামান্না ভাটিয়ার পথ! তারকাযুগলের সম্পর্কের রয়ায়নে মুগ্ধ ছিল জুটির ভক্তরা। লাস্ট স্টোরিজ ২-এ বিজয়-তামান্নার অন স্ক্রিন কেমেস্ট্রি যেমন দর্শকের দিল জিতেছিল তেমনই তাঁদের রিয়েল লাইফ স্টোরিও সুপারহিট। 'আজ কি রাত'-এর দুর্দান্ত সাফল্যের পরই সম্পর্কে ইতি টানলেন লভবার্ডস, এমনই গুঞ্জন টিনসেল টাউনে।
বরিনা ট্যন্ডনের হোলি পার্টিতে দুজনে উপস্থিত থাকলেও একসঙ্গে ক্যামেরায় পোজ দেননি তামন্না-বিজয়। কিন্তু, সম্পর্কের ভাঙনের গুঞ্জনের মাঝে রবিবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। যা দেখে বিজয়-তামান্না জুটির ভক্তরা মনে করছেন বিচ্ছেদ শুধুই গুঞ্জন। কী এমন রয়েছে সেই ভিডিওতে যা দেখে অনুরাগীদের দিল খুশি হয়ে গেল?
প্রসঙ্গত, রবিনার রবিনার মেয়ে রাসার জন্মদিনে নিমন্ত্রিত ছিলেন তামান্না ভাটিয়া। দুজনের বন্ডিং যে ভীষণ ভাল সে কথা ইন্ডাস্ট্রিতে কারওই অজানা নয়। কালো রঙের ওয়ান পিস, মানানসই জুয়েলারিতে তামান্নার সৌন্দর্য সত্যিই অতুলনীয়। তবে পার্টিতে এন্ট্রি নিতেই সকলের নজর পড়েছে তামান্নার কোট।
একটু পিছন ফিরে তাকালে মনে পড়ে যাবে, সোশ্যাল মিডিয়ায় এই কোট পরেই তামান্নাকে জড়িয়ে পোজ দিয়েছিলেন বিজয়। সেই একই কোর্ট অভিনেত্রীর গায়ে দেখে ভক্তদের অনুমান, বিজয়-তামান্নার প্রেম ভাঙেনি। যদিও ব্যক্তিগত জীবন নিয়ে এখনও পর্যন্ত একটি শব্দও খরব করেননি বিজয় বা তামান্না। তবে লেটেস্ট ভিডিও দেখে জুটির ভক্তরা যে আনন্দে আত্মহারা সে কথা বলার অবকাশই রাখছে না।
এক নেটিজেন লিখেছেন, 'এই কোর্ট তো বিজয়ের।' অপর এক ব্যক্তি আনন্দের সঙ্গে লেখেন, 'তামান্না বিজয়ের কোট পরে এসেছে।' উল্লেখ্য, ২০২৩-এ জিও ওয়ার্ল্ড প্লাজার উদ্ভোধনের দিন এই কোট পরেই গিয়েছিলেন বিজয়। সঙ্গে ছিলেন তাঁর লেডি লাভ তামান্নাও। সেখান থেকে ছবিও পোস্ট করেছিলেন।
/indian-express-bangla/media/post_attachments/3b197b58-76d.jpg)
বিটাউনের কানাঘুষো ২০২৫-এ বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পরিকল্পনা করছেন। তার মাঝেই ছন্দপতন! প্রাক্তন প্রেমিকযুগলের ঘনিষ্ঠ সূত্রের দাবি, 'তামান্না ভাটিয়া ও বিজয় বর্মা আলাদা হলেও তাঁরা বন্ধু হিসেবে একে অপরের পাশে থাকবেন। দুজনেই কর্মক্ষেত্রে নিজেদের শিডিউল অনুযায়ী কাজ করছেন।'