Tamannaah Bhatia: 'কাউকে ভালবাসলে তাঁকে স্বাধীনতা দিতে হবে', বিজয়ের সঙ্গে ব্রেক-আপের পর প্রথমবার মুখ খুললেন তামান্না

Tamannaah-Vijay Break Up: বিজয়ের সঙ্গে দুবছরের সম্পর্কে ইতি তামান্নার! সম্পর্ক ভাঙার পর প্রথমবার ভালবাসা আর সম্পর্ক নিয়ে কথা বললেন অভিনেত্রী।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Tamannaah Bhatia

ব্রেক-আপের পর প্রথমবার মুখ খুললেন তামান্না

Tamannaah On Love and Relationships: বিজয় বর্মা ও তামান্না ভাটিয়ার দুবছরের ভালবাসায় গ্রহণ! লেটেস্ট  মিডিয়া রিপোর্ট অনুযায়ী এমনটাই খবর। বিজয়ের সঙ্গে বৈবাহিকবন্ধনে আবদ্ধ হতে চেয়েছিলেন তামান্না। কিন্তু, এই মুহূর্তে সংসারী হওয়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই অভিনেতার। সম্ভবত সেই কারনেই তাঁদের সম্পর্ক ভেঙেছে বলে গুঞ্জন। বিজয়-তামান্নার ঘনিষ্ঠ সূত্রে খবর, প্রেমের সম্পর্কে ইতি টানলেও বন্ধুত্বের সম্পর্কটা থাকবে। ব্রেক-আপ চর্চার মাঝে প্রথমবার মুখ খুললেন তামান্না ভাটিয়া। Luke Coutinho-এর পডকাস্টে এসে 'প্রেম' আর 'সম্পর্ক' (Love and Relationships) নিয়ে কথা বললেন তামান্না। বিজয়ের সঙ্গে সম্পর্ক ভাঙার খবরে যখন উত্তাল সোশ্যাল মিডিয়া তখন তামান্নার দৃষ্টিভঙ্গিতে প্রেম আর সম্পর্কের ফারাক নিয়ে নিজের মতপ্রকাশ করলন। তাঁর কাছে ভালবাসা শর্তহীন। কিন্তু, সম্পর্কের ক্ষেত্রে সঙ্গীর থেকে চাহিদা তৈরি হলে তখন তা ব্যবসায়িক লেনদেন-এ পরিণত হয়।

Advertisment

এক তরফা ভালবাসার প্রসঙ্গ টেনে সম্পর্ক ভাঙনের খবরে একপ্রকার সিলমোহর দিলেন তামান্না ভাটিয়া। অভিনেত্রীর মতে, 'ভালবাসা শর্তহীন। মা-বাবা, বন্ধুবান্ধব, প্রেমিক-প্রেমিকা এমনকী পোষ্যর প্রতিও ভালবাসা শর্তহীন হওয়া প্রয়োজন। তামান্না বলেন, 'আমার তো মনে হয় মানুষ এটাই বোঝে না কোনটা ভালবাসা আর কোনটা সম্পর্ক। ভালবাসা কখনও শর্তসাপেক্ষ হয় না। যখন সেখানে শর্ত আসে তখন বুঝতে নিতে হবে সেটা ভালবাসা নয়। সেটা তখন একতরফা ভালবাসা হয়ে যায়। প্রেম অন্তরের অনুভূতি। যখন থেকে ভালবাসার মানুষটার প্রতি চাহিদা তৈরি হবে, আপনার চাহিদা বিপরীতের মানুষটাকে মেনে নিতে বাধ্য করবেন তখন সেটা ব্যবসায়িক লেনদেন হয়ে যায়। আমি একটা বিষয় উপলব্ধি করেছি,আমি যদি কাউকে ভালবাসি তাহলে তাঁকে স্বাধীনতা দিতে হবে। সে যা চায় সেটাই করতে দিতে হবে।' 

সম্পর্কে থাকাকালীন তিনি অনেক ভাল ছিলেন সে কথা অকপটে স্বীকার করে নেন তামান্না। অভিনেত্রী বলেন, 'আমার তো সবসময়ই মনে হয় যখন সম্পর্কে ছিলাম ভাল ছিলাম। জীবনে কেউ আছে এই অনুভূতিটাই মন ভাল করে দিত। তবে কাকে তুমি জীবনে সেই জায়গাটা দিচ্ছ সেইদিকটা খেয়াল রাখতে হবে। কারণ সেই ব্যক্তি তোমার জীবনকে প্রভাবিত করবে। যখন আপনি নিজের সম্পর্কে সচেতন থাকবেন তখনই খুব বুদ্ধিদীপ্ততার সঙ্গে সিদ্ধানত গ্রহণ করতে পারবেন।' সম্পর্ক ভাঙার চর্চার মাঝে সোশ্যাল মিডিয়ায় তামান্নার একটি পোস্টও ভাইরাল। 

তিনি লিখেছিলেন, 'ভালবাসা পাওয়ার সবচেয়ে বড় উপায় হল অপরকে ভালবাসা দেওয়া। কারও মনযোগ পাওয়ার সবচেয়ে বড় উপায় হল অপর জনের প্রতিও সেই মনযোগটা দেওয়া। সকলের চোখে নিজেকে সুন্দর করে তোলার সবচেয়ে বড় পদ্ধতি হল, অন্যদেরও সুনজরে দেখা। বন্ধু পাওয়ার রাস্তা হল আগে নিজেকে ভাল বন্ধু হিসেবে গড়ে তোলা।' বিটাউনের কানাঘুষো ২০২৫-এ বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পরিকল্পনা করছেন। তার মাঝেই ছন্দপতন। সোশ্যাল মিডিয়া থেকে দুজনের লাভিডাভি ছবিও সরিয়ে নিয়েছেন তামান্না-বিজয়। তবে প্রমোশনাল কিছু ছবি প্রোফাইলে বর্তমান।  

bollywood movie Bollywood News Bollywood Song bollywood actress Bollywood Couple Bollywood Vs South Film Industry Tamannaah Bhatia