Tamannah Bhatia-Vijay Verma Break-up: সত্যিই কি নজর লাগল? তামান্না-বিজয়ের ব্রেকআপের খবরে শোকাতুর ভক্তকুল...

Tamannah bhatia - Vijay Verma: প্রথম দিন থেকে, একটাই প্রশ্ন উঠতো বিজয় বর্মা তামান্নাকে কি করে প্রেমের বাঁধনে বাধলেন? যদিও দুই তারকা কোনদিনই প্রেম চর্চা নিয়ে মুখ খোলেননি, তবে...

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
tamannah bhatia-vijay verma break up rumors

Tamannah-Vijay: প্রেম ভাঙছে দুই তারকার? Photograph: (Instagram)

 বলিপাড়ায় বিচ্ছেদ কোন নতুন ঘটনা নয়। এর আগেও বহু সংসার বহু প্রেম ভেঙেছে। কিন্তু তাই বলে, এহেন একটি মিষ্টি মধুর সম্পর্ক হঠাৎ করে ভেঙে যাবে কেউ ধরতেও পারেননি। দুই তারকার সমাজ মাধ্যমে একাউন্ট বলছে, যে একে অপরের সঙ্গে কাটানো মুহূর্তের ছবি তারা ডিলিট করেছেন।

Advertisment

প্রসঙ্গে তামান্না ভাটিয়া এবং বিজয় বর্মা। প্রথম দিন থেকে, একটাই প্রশ্ন উঠতো বিজয় বর্মা তামান্নাকে কি করে প্রেমের বাঁধনে বাধলেন? যদিও দুই তারকা কোনদিনই প্রেম চর্চা নিয়ে মুখ খোলেননি, তবে শোনা যাচ্ছে তারা নাকি আলাদা পথে হাঁটছেন। লাস্ট স্টোরিস ২-তে তাদের রোমান্স এবং কেমিস্ট্রি দারুন নজরে এসেছিল। বাস্তবের প্রেম যে পর্দায় ফুটে উঠেছিল সেই কথা বলাই যায়। কিন্তু সত্যি কি তারা আলাদা হয়েছেন?

জানা যাচ্ছে, তামান্না এবং বিজয় তাদের মিষ্টি মুহূর্তের ছবি ডিলিট করেছেন। ২০২৩ সালের পরে তারা পাবলিকলি একসঙ্গে দেখা যেতে শুরু করেন। কাজের বাইরে, প্রেমিকা তামান্নার সঙ্গে কিউট কয়েকটি ছবি সমাজ মাধ্যমে পোস্ট করেছিলেন বিজয়। অভিনেত্রীর প্রোফাইলেও সেই একই ছবি ছিল, কিন্তু! সেই সব ছবি তাদের প্রোফাইল আর নেই। যারা একসময় ভেবেছিলেন, যে দুই তারকা ২০২৫ এ গাঁটছড়া বাঁধতে চলেছেন, তারা যদি আলাদা হয়ে যান, কি কারনে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন সেই নিয়ে প্রশ্ন উঠছে।

Advertisment

যদি হবে একটু খেয়াল করলে দেখা যাবে কাজ সম্পর্কিত নানা পোস্ট কিন্তু এখনো সমাজের মাধ্যমে অব্যাহত। যদিও বা তারা ব্রেকআপ নিয়ে কোনোরকম মন্তব্য করেননি। সূত্রের খবর, তারা এই বিষয়টি নিয়ে মন্তব্য করতে রাজি নন। উল্লেখ্য... গত বছর ডিসেম্বর মাসে, তামান্না জন্মদিন উপলক্ষে বিজয় হাজির ছিলেন গোয়াতে। সেইখানের ভিডিও এবং ছবি কিন্তু এখনো সমাজ মাধ্যমে জ্বলজ্বল করছে। এমনকি দুজনের যে ভিডিও গেম খেলায় অংশ নিয়েছিলেন, সেই ভিডিও রয়েছে।

এদিকে তাদের ভক্তদের, মনের অবস্থা খুবই খারাপ। কেউ তো ভেবে নিয়েছিলেন যে তারা বিয়ে করবেন বলে। প্রকাশ্যে সমাজ মাধ্যমে তাদের বিচ্ছেদের খবর যে বেদনাদায়ক, এমনটাও দাবি করেছেন তাঁরা। আবার কেউ বলেছেন নজর লাগার বিষয়টি একেবারেই সত্যি। তাই কোন কিছুই জনগণের সম্মুখে আনার আগে, ভালো করে ভাবনা চিন্তা করে নিতে হয়।

entertainment Entertainment News Entertainment News Today vijay verma tamannah-bhatia