Tamannah Bhatia: মমতা কুলকার্নির পর এবার সন্ন্যাসী বেশে তামান্না, মহা কুম্ভে কী করছেন নায়িকা?

Tamannah bhatia in maha Kumbh: আবার এক নায়িকাকে সন্ন্যাসিনী বেশে দেখা গিয়েছে সেখানে। কপালে তিলক, সঙ্গে ত্রিশূল, রুদ্রাক্ষের মালা - সব মিলিয়ে যেন মহাদেবের এক উপাসক।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Tamannah bhatia in maha Kumbh for her film release odela 2

Tamannah Bhatia: মহাকুম্ভে কী কী করলেন তামান্না? Photograph: (Instagram)

আর কিছুদিন মাত্র বাকি, তারপরই শেষ এবারের মত কুম্ভমেলা। ১২ বছর পর পর প্রয়াগ রাজে যে মেলার আয়োজন করা হয়, সেখানে এবছর তারকাদের উপস্থিতি ছিল দেখার মত। বিদেশের নামজাদা মানুষ থেকে শুরু করে, নানা পেশার গুণী মানুষদের দেখা গিয়েছে সেখানে। এমনকি কিছু কিছু তারকা তো সেখানে গিয়ে সন্ন্যাস পর্যন্ত নিয়েছেন।

Advertisment

অভিনেত্রীদের মধ্যে মমতা কুলকার্নি প্রয়াগে গিয়ে হঠাৎ করেই কিন্নর আখড়ার মাধ্যমে সন্ন্যাস নেন। তারপর তাঁকে ঘিরে নানা বিতর্ক হয়। কী করে তিনি সন্ন্যাস নিলেন, সেই প্রশ্ন করেছিলেন অনেকেই। তারপর আর কোনো তারকাকে সন্ন্যাস নিতে দেখা যায়নি সেখানে। অনেকেই গিয়ে ডুব লাগিয়েছেন, জল তর্পণ করেছেন, কিন্তু আবার এক নায়িকাকে সন্ন্যাসিনী বেশে দেখা গিয়েছে সেখানে। কপালে তিলক, সঙ্গে ত্রিশূল, রুদ্রাক্ষের মালা - সব মিলিয়ে যেন মহাদেবের এক উপাসক।

তাহলে কি তমন্না নিজেও সন্ন্যাস নিতে গেলেন সেখানে? তবে সঙ্গে ছিল অনেক মানুষ। তাঁদের সকলকে সঙ্গে নিয়ে তিনি পুজোর সঙ্গে সঙ্গে জল তর্পণ করলেন। সূর্য প্রমাণের সঙ্গে সঙ্গে সঙ্গমে স্নান সারলেন। তামান্নার চোখে মুখে পূণ্য অর্জনের সুখ স্পষ্ট। অভিনেত্রী সব নিয়ম পালনের সঙ্গে সঙ্গে আরেকটি বিশেষ কাজ ও করে ফেলেছেন। যে কাজের জন্য তিনি গিয়েছিলেন কুম্ভের বুকে। লক্ষ্য শুধু পূণ্য অর্জন নয়, বরং একটি বিশেষ কারণে সেখানে গিয়েছিলেন তিনি।

Advertisment

তাঁর আসন্ন ছবিতে সন্ন্যাসিনী বেশে দেখা যাচ্ছে তাঁকে। শুধু তাই নয়, সেই ছবি যে একদম অন্যরকম হতে চলেছে, একথা পরিষ্কার। ওডেলে ২ ছবির ট্রেলার লঞ্চ হয়েছে সেখানে। এবং এই ছবির কারণেই মহা কুম্ভের বুকে গিয়েছিলেন তিনি। সঙ্গে সিনেমার নির্মাতারা পর্যন্ত ছিলেন। অভিনেত্রীর এহেন অবতার দেখে ভক্তরা কী বলছেন?

তাঁদের কথায়, আপনাকে এই অবতারে দেখে দারুন লাগছে। আবার কেউ বললেন, আপনি তো সম্মান পাওয়ার যোগ্য, এই অবতারের পর। আবার কেউ বললেন, অন্যদিকে তাকানো যাচ্ছে না, আপনি এত সুন্দর এই ছবিতে।

Tamannaah Bhatia Maha Kumbh 2025 Maha Kumbh