/indian-express-bangla/media/media_files/2025/05/06/CBGRuEZourK5DN9OguRI.jpg)
চলে গেলেন অভিনেতার স্ত্রী, ছুটলেন বিজয়...
Actor's wife passed Away: থালাপতি বিজয়, যে সম্পূর্ণ অভিনয় ক্যারিয়ারকে আলবিদা জানিয়ে রাজনীতিতে নিজের আধিপত্য বিস্তার করার চেষ্টায় রত, গতকাল তারই এক বাউন্সার মাদুরাই এয়ারপোর্টে ভয়ংকর ঘটনা ঘটিয়েছেন। এক ভক্তের দিকে বন্দুক ত্যাগ করেছেন তার বাউন্সার, এবং এই ঘটনায় চমকে উঠেছেন বিজয় থালাপতির ভক্তরা। শুধু তাই নয় অভিনেতা বর্তমানে, তার ছবির কারণে ব্যস্ত। জননয়গণ নিয়ে তিনি লাগাতার কাজ করে চলেছেন। তার মধ্যেই সময় পেয়েই পুরনো বন্ধুর বাড়িতে দেখা গেল তাঁকে।
এই হাজিরা কিন্তু মনের আনন্দের থেকে নয়। বরং পুরনো বন্ধুর বিপদের দিনে পাশে দাঁড়াতে গেলেন তিনি। তামিল কমেডিয়ান গৌন্দামনি, যিনি সম্প্রতি তার স্ত্রীকে হারিয়েছেন, তার সঙ্গে বিজয়ের দারুন বন্ধুত্ব ছিল। শুধু তাই নয় একসঙ্গে বহু ছবিতে কাজ করেছেন। গৌন্দমনি তাঁর স্ত্রীকে হারালেন কিন্তু এমন সময় পাশে পেলেন এক পুরোনো বন্ধুকে। এবং তাঁর স্ত্রী শান্তি দেবীর মৃত্যুর খবর শুনে, বিবেচনা না করেই তিনি চলে গেলেন বন্ধুর বাড়িতে। সেখানে গিয়ে তাকে মানসিক সাপোর্ট দেওয়ার সঙ্গে সঙ্গে নানা কথাও বলেন।
Singer Accused Virat Kohli: 'বিরাটের ভক্তরা ওর থেকেও বড় জোকার', বিশ্…
গতকাল অভিনেতার স্ত্রীর প্রয়াণের খবর শুনেই নিজের হাজার ব্যস্ততা সত্বেও, বিজয়কে দেখা গেল বন্ধুর পাশে গিয়ে দাঁড়াতে। সেখান থেকে নানা ছবি এবং ভিডিও প্রকাশ্যে আসছে। এ দৃশ্য দেখা গেলেই বোঝা যাবে, ভারাক্রান্ত বন্ধুর পাশে কিভাবে দাঁড়িয়েছিলেন বিজয়। রাজনীতি এবং সিনেমার কাজ সামলে, তার একেবারেই সময় হয় না। কিন্তু আজ যখন বন্ধু তার জীবন সঙ্গীকে হারিয়ে মর্মাহত, তখন তার পাশে গিয়ে দাঁড়াবেন না বিজয় নিশ্চয়ই হয় না। বন্ধুকে দেখেই জড়িয়ে ধরেন তিনি। অন্যদিকে, কমেডিয়ান নিজেও তাঁর দীর্ঘদিনের বন্ধুকে দেখে অনেক কথা বলতে থাকেন। সেখানে তার স্ত্রী শান্তি দেবীকে শেষ শ্রদ্ধা জানান বিজয়। তার মরদেহের সামনে হাতজোড় করে প্রণাম করেন। পরিবারের সকলের সঙ্গে সাক্ষাৎ বিনিময় করেন। পরবর্তী সমস্ত প্রক্রিয়া প্রসঙ্গে জানতে চান।
Heartbreaking visuals💔💔
— Devanayagam (@Devanayagam) May 5, 2025
Thalaivar Vijay offering his condolences in person to Actor Goundamani sir on his wife's sudden demise🙏🙏 pic.twitter.com/jy9i1Uj4OT
তামিল অভিনেতার স্ত্রীর কী হয়েছিল?
৬৭ বছর বয়স হয়েছিল তাঁর। গতকালই তিনি না ফেরার দেশে পাড়ি দেন। জানা যাচ্ছে বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। নানান ধরনের চিকিৎসা বিদ্যার আওতায় থাকলেও, হঠাৎ করেই শরীর প্রচন্ড মাথায় খারাপ হয়। তারপরই সকাল সাড়ে দশটা নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।