/indian-express-bangla/media/media_files/2025/06/02/L2dK5wtDvdAoC2VBcNfp.jpg)
প্রয়াত জনপ্রিয় পরিচালক
Vikram Sugumaran Demise: ফের বিনোদুনিয়ায় শোকের ছায়া। একের পর এক মৃত্যুসংবাদ। এবার শোকের ছায়া দক্ষিণী সিনেমহলে। প্রয়াত জনপ্রিয় তামিল পরিচালক বিক্রম সুগুমারান। মিডিয়া রিপোর্ট মোতাবেক, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন পরিচালক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৪৭ বছর। জানা যাচ্ছে, বাসে চেপে মাদুরাই থেকে চেন্নাই আসছিলেন। সেই সময়ই হৃদরোগে আক্রান্ত হন। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরিচালক বিক্রমের সহকর্মীরা তাঁর মৃত্যু সংবাদে মর্মাহত। সোশ্যাল মিডিয়ায় শোকজ্ঞাপন করেছেন ইন্ডাস্ট্রির সতীর্থরা।
#Rip dearest brother @VikramSugumara3
— Shanthnu (@imKBRshanthnu) June 1, 2025
I’ve learnt so much from you & will always cherish every moment
Gone too soon
You will be missed #RIPVikramSugumaranpic.twitter.com/U78l3olCWI
অভিনেতা Shanthnu Bhagyaraj প্রয়াত পরিচালক বিক্রমের সঙ্গে এক্স হ্যান্ডেলে বেশ কয়েকটি ছবি পোস্ট করে লিখেছেন, 'আমি ওঁর থেকে অনেক কিছু শিখেছি। ভবিষ্যতে সেই মুহূর্তগুলো উপভোগ করব। খুব তাড়াতাড়ি চলে গেলে। তোমাকে ভীষণ মিস করব।' অভিনেতা Kayal Devaraj-ও এক্স হ্যান্ডেলে গভীর শোকপ্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, বিক্রমের নিথর দেহ চেন্নাইয়ের বাড়িতে নিয়ে আসা হয়েছে। কাছের বন্ধুর এই মর্মান্তিক মৃত্যুতে দুঃখপ্রকাশ করে লিখেছেন, 'আমি এখনও এই খবর বিশ্বাস করতে পারছি না।'
ஜூன் 2#மதயானைக்கூட்டம்#ராவணக்கோட்டம் ஆகிய படங்களின் இயக்குனர் #விக்ரம்_சுகுமாரன் , நேற்றிரவு 10.30 மணியளவில் மாரடைப்பு காரணமாக மதுரையில் மரணம் அடைந்தார். இன்று அவரது உடல் சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது. மாலை 3 மணியளவில் சென்னை வீட்டில் இருந்து கொண்டு செல்லப்பட்டு, pic.twitter.com/J9w9RhLLzk
— Actor Kayal Devaraj (@kayaldevaraj) June 2, 2025
লেজেন্ডারি পরিচালক বালু মহেন্দ্রর সঙ্গে সহ পরিচালকের কাজের মাধ্যমেই ইন্ডাস্ট্রিতে হাতেখড়ি বিক্রম সুগুমারানের। ২০১৩ সালে প্রথমবার ছবি পরিচালনা করেন বিক্রম। তাঁর নির্দেশনায় তৈরি প্রথম সিনেমা Yaanai Kootam। দর্শকমহলে বেশ ভালই সাড়া ফেলেছিল ছবিটি। চবে বিগত বেশ কয়েকবছর লাইমলাইট থেকে দূরে ছিলেন। তারপর ২০২৩-এ Raavana Kottam-এর মাধ্যমে পরিচালনায় কামব্যাক করেন বিক্রম। দীর্ঘদিন পর সেটে ফিরলেও বক্স অফিসে মুখ থুবরে পড়েছিল প্রয়াত পরিচালক বিক্রম সুগুমারানের সেই সিনেমা।